সাহায্য,সততা,মানবিক মূল্যবোধ
সাহায্য,সততা,মানবিক মূল্যবোধঃ
সাহায্য , সততা , মানবিক মূল্যবোধ এই শব্দ গুলো আধুনিক সময়ের সৃষ্টি হলেও আমাদের সমাজ থেকে তা হারিয়ে যাবার পথে।সমাজে আমরা কতজন আমাদের এই মানবীয় গুনগুলোর চর্চা করি?যতই আমরা আধুনিক হচ্ছি ততই সভ্য আচরণকে এক পাশে সরিয়ে রেখে অসভ্য আচরণ আত্নস্থ করছি।আমাদের পাশেই কারো সাহায্য প্রয়োজন কিন্তু সেটা আমরা ইচ্ছাকৃত ভাবেই অগ্রাহ্য করি।যেন আমরা আধুনিকতার যাতাকলে দিন দিন বধির,মূক,অন্ধ হয়ে যাচ্ছি।পৃথিবীতে মানুষের পূর্বেও যে সমস্ত প্রানির অস্তিত্ব ছিল তারা কিন্তু আজ বিলীন হয়ে গেছে,সেই সুদূর প্রাগৈতিহাসিক কাল হতে মানুষের অস্তিত্ব টিকে থাকার কারন হল পারস্পরিক সাহায্য,সৌহার্দ,সম্প্রিতি,সামাজিক মূল্যবোধ।তবে আজ কাল সামাজিক মূল্যবোধ দূরে থাক ক্ষেত্র বিশেষে পারিবারিক দায়িত্ববোধও বিপন্ন, বিপন্ন মানবতা। স্বার্থপরতা গ্রাস করে নিচ্ছে আমাদের।অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হতে সবাই ব্যাস্ত আমরা।অমানবীয় ব্যাপার গুলো আমাদের মনকে এতটাই সন্দিগ্ধ করে তোলে যে আমরা আমাদের পাশের লোকদের বিশ্বাস করতে পারি না।হবেই বা না কেন, এখন আর বনের পশুর দ্বারা মানুষ আক্রান্ত হয় না,আক্রান্ত হয় এমন জন্তু দ্বারা যাদের বাইরে থেকে দেখতে মানুষের মত কিন্তু ভেতরটা হিংস্র পশুর চেয়েও জগন্য।প্রতিদিন খবরের পাতা খুললেই এই সমস্ত মানুষ রুপি পশুদের ব্যাপারে আমরা জানতে পারি যাদের থাবার হতে সময় ও ক্ষেত্র বিশেষে পুরুষ,মহিলা,বৃদ্ধ,বৃদ্ধা,শিশু,কিশোর কেউই রেহাই পায় না।তবে এমনতো কথা ছিল না।আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হিসাবে এই পৃথিবীটাকে সামনে এগিয়ে নিয়ে যাবার কথা।আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু অনুকরণীয় দৃষ্টান্ত, কিছু মহৎ কর্ম, আল্লাহর সৃষ্টির প্রতি অনেকটা ভালবাসার নজির সৃষ্টি করার কথা।
সাহায্য , সততা , মানবিক মূল্যবোধ এই শব্দ গুলো আধুনিক সময়ের সৃষ্টি হলেও আমাদের সমাজ থেকে তা হারিয়ে যাবার পথে।সমাজে আমরা কতজন আমাদের এই মানবীয় গুনগুলোর চর্চা করি?যতই আমরা আধুনিক হচ্ছি ততই সভ্য আচরণকে এক পাশে সরিয়ে রেখে অসভ্য আচরণ আত্নস্থ করছি।আমাদের পাশেই কারো সাহায্য প্রয়োজন কিন্তু সেটা আমরা ইচ্ছাকৃত ভাবেই অগ্রাহ্য করি।যেন আমরা আধুনিকতার যাতাকলে দিন দিন বধির,মূক,অন্ধ হয়ে যাচ্ছি।পৃথিবীতে মানুষের পূর্বেও যে সমস্ত প্রানির অস্তিত্ব ছিল তারা কিন্তু আজ বিলীন হয়ে গেছে,সেই সুদূর প্রাগৈতিহাসিক কাল হতে মানুষের অস্তিত্ব টিকে থাকার কারন হল পারস্পরিক সাহায্য,সৌহার্দ,সম্প্রিতি,সামাজিক মূল্যবোধ।তবে আজ কাল সামাজিক মূল্যবোধ দূরে থাক ক্ষেত্র বিশেষে পারিবারিক দায়িত্ববোধও বিপন্ন, বিপন্ন মানবতা। স্বার্থপরতা গ্রাস করে নিচ্ছে আমাদের।অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হতে সবাই ব্যাস্ত আমরা।অমানবীয় ব্যাপার গুলো আমাদের মনকে এতটাই সন্দিগ্ধ করে তোলে যে আমরা আমাদের পাশের লোকদের বিশ্বাস করতে পারি না।হবেই বা না কেন, এখন আর বনের পশুর দ্বারা মানুষ আক্রান্ত হয় না,আক্রান্ত হয় এমন জন্তু দ্বারা যাদের বাইরে থেকে দেখতে মানুষের মত কিন্তু ভেতরটা হিংস্র পশুর চেয়েও জগন্য।প্রতিদিন খবরের পাতা খুললেই এই সমস্ত মানুষ রুপি পশুদের ব্যাপারে আমরা জানতে পারি যাদের থাবার হতে সময় ও ক্ষেত্র বিশেষে পুরুষ,মহিলা,বৃদ্ধ,বৃদ্ধা,শিশু,কিশোর কেউই রেহাই পায় না।তবে এমনতো কথা ছিল না।আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হিসাবে এই পৃথিবীটাকে সামনে এগিয়ে নিয়ে যাবার কথা।আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু অনুকরণীয় দৃষ্টান্ত, কিছু মহৎ কর্ম, আল্লাহর সৃষ্টির প্রতি অনেকটা ভালবাসার নজির সৃষ্টি করার কথা।
No comments