Header Ads

Header ADS

বধূ - বরন / কাজী নজরুল ইসলাম

বধূ - বরন

কাজী নজরুল ইসলাম

এত দিন ছিলে ভুবনের তুমি
আজ ধরা দিলে ভবনে,
নেমে এলে আজ ধরার ধূলাতে
ছিলে এতদিন স্বপনে।
শুধু শোভাময়ী ছিলে এতদিন
কবির মানসে কলিকা নলিন,
আজ পরশিলে চিত্ত-পুলিন,
বিদায়-গোধূলি লগনে।
ঊষার ললাট-সিন্দূর-টিপ
সিঁথিতে উরাল পবনে।
প্রভাতের ঊষা কুমারী,সেজেছে
সন্ধ্যায় বধূ ঊষসী,
চন্দন টোপা-তারা-কলঙ্কে
ভরেছে বে-দাগ মু'শশী।
মুখর মুখে আর বাচাল নয়ন
লাজ-সুখে আজ যেচে গুণ্ঠন,
নোটন-কপোতী কণ্ঠে এখন
কূজন উঠিছে উছসি'।
এতদিন ছিলে শুধু রূপ-কথা
আজ হ'লে বধূ রূপসী।।
দোল-চঞ্চল ছিল এই গেহ
তব লটপট বেণী ঘা'য়,
তারি সঞ্চিত আনন্দ ঝলে
ঐ ঊর-হার-মণিকায়।
এ ঘরের হাসি নিয়ে যাও চোখে,
সেথা গৃহ-দীপ জ্বেলো এ আলোকে,
চোখের সলিল থাকুক এ - লোকে-
আজি এ মিলন - মোহনায়
ও - ঘরের হাসি- বাঁশীর বেহাগ
কাঁদুক এ ঘরে সাহানায়।।
বিবাহের রঙে রাঙা আজ সব
রাঙা মন রাঙা আভরণ,
বলো নারী " এই রক্ত আলোকে
আজ মম নব জাগরণ!"
পাপে নয়, পতি পুণ্যে সুমতি
থাকে যেন, হয়ো পতির সারথি।
পতি যদি হয় অন্ধ, হে সতী
বেঁধো না নয়নে আবরণ;
অন্ধ পতিরে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ।।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.