Header Ads

Header ADS

চাঁদনী রাতে /কাজী নজরুল ইসলাম

চাঁদনী রাতে 

কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,
হাবুডুবু খায় তারা-বুদ্বুদ , জোছনা সোনায় রাঙে।
তৃতীয়া চাঁদের 'শাম্পানে' চড়ি' চলিছে আকাশ - প্রিয়া,
আকাশ - দরিয়া উতলা হ'লে গো পুতলায় বুকে নিয়া।
তৃতীয়া চাঁদের বাকী'তের কলা' আবছা কালোতে আঁকা,
নীলিমা প্রিয়ার নীলা 'গুল রুখ ' অব - গুণ্ঠনে ঢাকা।
সপ্তর্ষির তারা - পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,
সেহেলী ' লায়লি ' দিয়ে গেছে চুপে কুহেলী - মশারি টানি'।
দিকচক্রের ছায়া - ঘন ঐ সবুজ তরুর সারি,
নীহার নেটের কুয়াশা-মশারি- ও - কি বর্ডার তারি?
সাতাশ তারার ফুল-তোড়া হাতে আকাশ নিশুতি রাতে
গোপনে আসিয়া তারা-পালঙ্কে শুইল প্রিয়ার সাথে।
উহু উহু করি' কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা হুরী,
লুকিয়ে দেখে তা 'চোখ গেল' ব'লে চেঁচায় পাপিয়া ছুঁড়ি !
'মঙ্গল' তারা মঙ্গল-দীপ জ্বালিয়া প্রহর জাগে,
ঝিকিমিকি করে মাঝে মাঝে-বুঝি বঁধুর নিশাস লাগে

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.