গোপন প্রিয়া
গোপন প্রিয়া
কাজী নজরুল ইসলাম
পাইনি ব'লে আজো তোমায় বাসছি ভালো,রাণি!মধো সাগর,এ-পার ও - পার করছি কানাকানি।
আমি এ-পার,তুমি ও-পার,
মধ্যে কাঁদে বাধার পাথার,
অ-পার হ'তে ছায়া-তরু দাও তুমি হাতছানি,
আমি মরু,পাইনে তোমার ছায়ার ছোওয়াখানি।
নাম- শোনা দুই বন্ধু মোরা,হয়নি পরিচয়।
আমার বুকে কাঁদছে আশা,তোমার বুকে ভয়!
এই-পরী ঢেউ বাদল-বায়ে
আছ্রে'পরে তোমার পায়ে,
আমার ঢেউ- এর দোলায় তোমার করলো না কূল ক্ষয়,
কূল ভেঙেছে আমার ধারে- তোমার ধারে নয়!
চেনার বন্ধু,পেলাম না'ক জানার অবসর।
গানের পাখি বসেছিলাম দু'দিন শাখার 'পর।
গান ফুরালে যাব যবে
গানের কথাই মনে র'বে,
পাখী তখন থাকবে না ক'-থাকবে পাখীর স্বর!
উরব আমি,-কাঁদবে তুমি ব্যাথার বালুচর!
তোমার পায়ে বাজল কখন আমার পারের ঢেউ,
অজানিতা!কেউ জানে না,জানবে না ক'কেউ।
উরতে গিয়ে পাখা হ'তে
একটি পালক প'ড়লে পথে,
ভুলে'প্রিয় তুলে' যেন খোঁপায় গুঁজে নেও!
ভয় কি সখি?আপনি তুমি ফেলবে খু'লে এ- ও!
বর্ষা-ঝরা এমনি প্রাতে আমার মত কি
ঝুরবে তুমি একলা মনে,বনের কেতকী?
মনের মনে নিশীথ-রাতে
চুম দেবে কি কল্পনাতে?
স্বপ্ন দেখে উঠবে জেগে,ভাববে কত কি!
মেঘের সাথে কাঁদবে তুমি,আমার চাতকী!
দূরের প্রিয়া! পাইনি তোমায় তাই এ কাঁদন-রোল!
কূল মেলে না,-তাই দরিয়ায় উঠিতেছে ঢেউ দোল!
তোমায় পেলে থামত বাঁশী
আসত মরণ সর্বনাশী।
পাইনি ক' তাই ভ' রে আছ আমার বুকের কোল।
বেণূর হিয়া শূন্য ব'লে উঠছে বাশীর বোল।
বন্ধু , তুমি হাতের-কাছের সাথের-সাথী নও,
দূরে যত রও এ-হিয়াতে তত নিকট হও।
থাকবে তুমি ছায়ার সাথে
মায়ার মত চাঁদনী রাতে!
যত গোপন তত মধুর-নাই-বা কথা কও!
শয়ন-সাথে রও না তুমি নয়ন-পাতে রও!
ওগো আমার আড়াল-থাকা ওগো স্বপন-চোর!
তুমি আছ আমি আছি এই তো খুশি মোর।
কোথায় আছ কেমনে রাণী,
কাজ কি খোজে,নাই -বা জানি!
ভালবাসি এই আনন্দে আপনি আছি ভোর!
চাই না জাগা,থাকুক চোখে এমনি ঘুমের ঘোর!
রাতে যখন একলা শোব-চাইবে তোমার বুক,
নিবিড়-ঘন হবে যখন একলা থাকার দুখ,
দুখের সুরায় মস্ত হ' য়ে
থাকবে এ-প্রান তোমায় ল' য়ে,
No comments