Header Ads

Header ADS

সৃষ্টিকর্তার এক বিষ্ময়কর নিদর্শন/সাহাবী গাছ

সাহাবী গাছ

জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাঈ নামক স্থানে অবিশ্বাস্যভাবে গত ১৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য এক গাছ।মহানবী হযরত মুহাম্মদ(সঃ)-এর স্মৃতি বিজড়িত এ গাছটি'সাহাবি গাছ'(The Blessed Tree)নামে পরিচিত।মহানবী(সঃ) ১২ বছর বয়সে ৫৮২ খ্রিষ্টাব্দে তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে জর্ডানের শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত মরুভূমীতে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন।কিন্তু কোথাও কোনো জায়গা না পেয়ে শেষে লতা-পাতা হীন শীর্ন ও মৃতপ্রায় এক গাছের নিচে আশ্রয় নেন তারা।তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে ঐ গাছটি সজীব হয়ে উঠে।আর সেই গাছটিই বর্তমানে'সাহাবী গাছ'।আশ্চর্যের বিষয়,গাছটি যেখানে অবস্থিত তেমন স্থানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং আশে পাশের কয়েক শত কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ নেই।উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে সবুজ পত্র পল্লবে ভরা গাছটি এখনও একা দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সে সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে,যা বিশ্ববাসীর কাছে এক বিষ্ময়।  

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.