দারিদ্র -- কাজী নজরুল ইসলাম
দারিদ্র্য
হে দারিদ্র্য,তুমি মোরে করেছ মহান!
তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ,তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি;বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ'ল তরবার!
দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,
অম্লান স্বর্নেরে মোর করিলে বিরস,
অকালে শুকালে মোর রুপ রস প্রান!
শীর্ন করপূট ভরি'সুন্দরের দান
যতবার নিতে যাই-হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি ' কর পান! শূন্য মরুভূমি
হেরি মম কল্পলোক । আমার নয়ন
আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ!
বেদনা-হলুদ-বৃন্ত কামনা আমার
শেফালীর মত শুভ্র সুরভী-বিথার
বিকশি ' উঠিতে চাহে, তুমি হে নির্মম,
দল বৃন্ত ভাঙ শাখা কাঠূরিয়া সম!
আশ্বিনের প্রভাতের মত ছলছল
ক'রে ওঠে সারা হিয়া, শিশির সজল
টলটল ধরনির মত করুণায়!
তুমি রবি,তপ তাপে শুকাইয়া যায়
করুণা-নীহার - বিন্দু! ম্লান হয়ে উঠি
ধরনীর ছায়াঞ্চলে!স্বপ্ন যায় টুটি'
সুন্দরের,কল্যানের । তরল গরল
কণ্ঠে ঢালি ' তুমি বল , 'অমৃতে কি ফল?
জ্বালা নাই , নেশা নাই , নাই উন্মাদনা,-
রে দূর্বল , আমার অমৃত- সাধনা
এ - দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে!
তাই নাগ , জন্ম তোর বেদনার দহে ।
কাঁটা - কুঞ্জে বসি ' তুই গাঁথিবি মালিকা ,
দিয়া গেন ভালে তোর বেদনার টীকা!".........
গাহি গান,গাঁথি মালা ,কণ্ঠে করে জ্বালা,
দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ - বালা!.....
ভিক্ষা-ঝুলি নিয়া ফের দ্বারে দ্বারে ঋষি
ক্ষমাহীন হে দুর্বাসা ! যাপিতেছ নিশি
সুখে বর - বধূ যথা-সেখানে কখন
হে কঠোর-কণ্ঠ গিয়া ডাক,-মূর, শোন,
ধরনী বিলাস-কুঞ্জ নহে নহে কারো,
অভাব বিরহ আছে,আছে দুঃখ আরো,
আছে কাঁটা শয্যাতলে বাহুতে প্রিয়ার,
তাই এবে কর ভোগ!'-পড়ে হাহাকার
নিমেষে সে সুখ -স্বর্গে,নিবে যায় বাতি,
কাটিতে চাহে না যেন আর কাল-রাতি!
চল-পথে অনশন-ক্লিষ্ট ক্ষীণ তনূ,
কী দেখি' বাঁকিয়া ওঠে সহসা ভ্রু - ধনু,
গাহি গান,গাঁথি মালা ,কণ্ঠে করে জ্বালা,
দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ - বালা!.....
ভিক্ষা-ঝুলি নিয়া ফের দ্বারে দ্বারে ঋষি
ক্ষমাহীন হে দুর্বাসা ! যাপিতেছ নিশি
সুখে বর - বধূ যথা-সেখানে কখন
হে কঠোর-কণ্ঠ গিয়া ডাক,-মূর, শোন,
ধরনী বিলাস-কুঞ্জ নহে নহে কারো,
অভাব বিরহ আছে,আছে দুঃখ আরো,
আছে কাঁটা শয্যাতলে বাহুতে প্রিয়ার,
তাই এবে কর ভোগ!'-পড়ে হাহাকার
নিমেষে সে সুখ -স্বর্গে,নিবে যায় বাতি,
কাটিতে চাহে না যেন আর কাল-রাতি!
চল-পথে অনশন-ক্লিষ্ট ক্ষীণ তনূ,
কী দেখি' বাঁকিয়া ওঠে সহসা ভ্রু - ধনু,
No comments