Header Ads

Header ADS

মানুষ / কাজী নজরুল ইসলাম

মানুষ

গাহি সাম্যের গান -
মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান
নাই দেশ-কাল-পাত্রের ভেদ,অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে - ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'পূজারী দুয়ার খোলো,
ক্ষুধায় ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হল!'
স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়!
জীর্ন-বস্ত্র শীর্ন-গাত্র,ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ-
ডাকিল পান্থ,'দ্বার খোলো বাবা,খাইনি তো সাত দিন!'
সহসা বন্ধ হলো মন্দির,ভুখারি ফিরিয়া চলে,
তিমির রাত্রি,পথ জুরে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারি ফুকারি'কয়,
'ঐ মন্দির পূজারীর,হায় দেবতা,তোমার নয়!'

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.