বিপরীত শব্দ
বিপরীত শব্দ
উপচয় -- অপচয় মিলন-- বিরহ উত্থান---- পতন
জ্ঞানী ---মুর্খ স্থির--- চঞ্চল আকর্ষন-- বিকর্ষন
ইষ্ট-- অনিষ্ট সৃষ্টি-- ধ্বংশ বাদী-- বিবাদী
আবিল-- অনাবিল স্মৃতি-- বিস্মৃতি যুক্ত-- বিযুক্ত
আচার -- অনাচার শত্রু---- মিত্র দোষী-- নির্দোষ
উপস্থিত-- অনুপস্থিত সুন্দর--- কুৎসিত বিরত-- নিরত
আস্থা-- অনাস্থা শীঘ্র--- বিলম্ব যশ-- অপযশ
আবশ্যক-- অনাবশ্যক হ্রাস--- বৃদ্ধি সচেষ্ট-- নিশ্চেষ্ট
বিরত--নিরত হার-- জিত অর্থী -- প্রর্ত্যথী
সচেষ্ট-- নিচেষ্ট দুষ্ট--- শিষ্ট অনশন --- অশন
আর্দ্র --- শুষ্ক আনকোরা--- পুরানো আরোহণ--- অবরোহণ
আর্দ্র --- শুষ্ক আনকোরা--- পুরানো আরোহণ--- অবরোহণ
আবির্ভাব--তিরোভাব লঘু---গুরু আলসে --- চটপটে
গৃহী-- সন্যাসী সুন্দর-- কুৎসিত
খাতক--মহাজন ইদানীং-- তদানীং
অগ্র-- পশ্চাৎ হরণ-- পূরণ
উত্থান-- পতন ভীতু-- সাহসী
তাল-- বেতাল ভীরু-- নির্ভীক
অজ্ঞ-- বিজ্ঞ দাতা -- গ্রহীতা
ঊর্ধ-- অধ খাতক-- মহাজন
উদয়-- অস্ত আকুঞ্চন-- প্রসারণ
গ্রহন-- বর্জন জড়--- চেতন
জাগরিত-- নিদ্রিত গ্রনণ-- বর্জন
ভূত-- ভবিষ্যৎ চোখা-- ভোতা
ব্যার্থ-- সার্থ ভোঁতা-- ধারালো
মৃদু-- প্রবল কোমল-- কর্কশ
মুখ্য-- গৌণ কৃত্রিম--- স্বাভাবিক
বন্ধন-- মুক্ত চোর-- সাধু
ইহা- উহা ঘাত-- প্রতিঘাত
সমষ্টি-- ব্যষ্টি ঘাটতি-- বাড়তি
স্বতন্ত্র- --পরতন্ত্র আপদ-- নিরাপদ
স্বকীয়-- পরকীয় অগ্র-- পশ্চাৎ
No comments