চাকুরি হতে অবসর ও অবসরোত্তর ছুটি মঞ্জুরসহ ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ (লাম্প গ্র্যান্ড)মঞ্জুরির আবেদন।
বরাবর
সিনিয়র সচিব মহোদয়
.............. মন্ত্রণালয়/অধিদপ্তর
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।/..........জেলা
(দৃষ্টি আকর্ষণ : অতিরিক্ত
সচিব (প্রশাসন)
বিষয় : চাকুরি হতে অবসর
ও অবসরোত্তর ছুটি মঞ্জুরসহ ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ
নগদ অর্থ (লাম্প গ্র্যান্ড)মঞ্জুরির আবেদন।
মহোদয়,
উপর্যুক্ত
বিষয়ে সবিনয়ে জানাচ্ছি যে, আমার জন্ম তারিখ : ০১-০৩-১৯৬৩ খ্রি:। সে হিসেবে আমার বয়স
২৮-০২-২০২২ তারিখে ৫৯ বছর উত্তীর্ণ হবে। আমি ২৮-০২-২০২২ তারিখে অবসর এবং ০১-০৩-২০২২
হতে ২৮-০২-২০২৩ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ করতে ইচ্ছুক।
আমার বর্তমান মূল বেতন ৩৩,৩৭০/- (তেত্রিশ হাজার তিনশত সত্তর) টাকা মাত্র।
অতএব,
বিনীত প্রার্থনা আমার অনুকূলে আগামী ২৮-০২-২০২২ তারিখে সরকারি চাকুরি হতে অবসর প্রদান
এবং ০১-০৩-২০২২ হতে ২৮-০২-২০২৩ তারিখ পর্যন্ত ০১ (এক) বছর অবসরোত্তর ছুটি (পি.আর.এল)
মঞ্জুরিসহ প্রাপ্য ছুটির বদলে ১৮(আঠারো)মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ (লাম্প
গ্র্যান্ড) মঞ্জুরি প্রদানে মহোদয়ের সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখ : ১৯/০১/২০২২খ্রি:।
(নাম....................)
ব্যক্তিগত কর্মকর্তা
..... মন্ত্রণালয় ,
ঢাকা।
No comments