Header Ads

Header ADS

অভিযান / কাজী নজরুল ইসলাম

অভিজান

কাজী নজরুল ইসলাম

নতুন পথের যাত্রা-পথিক
চালাও অভিজান!
উচ্চকণ্ঠে উচ্চার আজ-
"মানুষ মহীয়ান!"
চারিদিকে আজ ভীরুর মেলা,
খেলবি কে আয় নতুন খেলা?
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কে উজান?
পাতাল ফেরে চলবি মাতাল
স্বর্গে দিবি টান।।
সমর-সাজের নাই রে সময়
বেরিয়ে তোরা আয়,
আজ বিপদের পরশ নেব
নাঙ্গা আদুল গায়।
আসবে রণ-সজ্জা কবে,
সেই আশায়ই রইলি সবে!
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখী গান।
আয় বেরিয়ে , সেই প্রভাতে
ধরবি যারা তান।।
আঁধার ঘোরে আত্নঘাতী
যাত্রা পথিক সব
এ উহারে হানছে আঘাত
করছে কলরব!
অভিজানের বীর সেনা দল!
জ্বালাও মশাল,চল আগে চল!
কুচকাওয়াজের বাজাও মাদল,
গাও প্রভাতের গান!
ঊষার দ্বারে পৌছে গাবি
"জয় নব উত্থান!"

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.