ষাটগম্বুজ মসজিদ/বাংলার মুসলিম স্থাপত্য শিল্প
ষাটগম্বুজ মসজিদ
মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের প্রাচীন মসজিদ গুলোর মধ্যে বৃহত্তম এই মসজিদ।সমগ্র ভারতীয় উপমহাদেশে সুলতানী যুগের মুসলিম স্থাপত্যের অন্যতম সুন্দর এই মসজিদ।
অবস্থান ও নির্মাণ কালঃ বাংলাদেশের বাগের হাট জেলার দক্ষিন পশ্চিমে ১৫০০ শতাব্দীতে পীর খান জাহান আলী এটি নির্মাণ করেন। মসজিদ নির্মানে ব্যবহৃত পাথর গুলো আনা হয়েছিল রাজমহল থেকে।
ইতিহাস ঃ সুলতান নাসির উদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-১৪৫৯) আমলে খান আল আযম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
অবস্থান ও নির্মাণ কালঃ বাংলাদেশের বাগের হাট জেলার দক্ষিন পশ্চিমে ১৫০০ শতাব্দীতে পীর খান জাহান আলী এটি নির্মাণ করেন। মসজিদ নির্মানে ব্যবহৃত পাথর গুলো আনা হয়েছিল রাজমহল থেকে।
ইতিহাস ঃ সুলতান নাসির উদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-১৪৫৯) আমলে খান আল আযম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
No comments