ভাবনার বিষয়
তামান্না, স্বামী সন্তান সহ ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন।তার একমাত্র ছেলে তুহিন,বয়স চার বছর।ছেলেটা খুবই দুষ্টু প্রক্রিতির।যতক্ষন ঘুমিয়ে থাকে ততক্ষন ভাল,সজাগ অবস্থায় পুরো ঘর মাথায় করে রাখে।রাহেলার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে ছেলের দুষ্টুমিতে,কিন্তু শাসন করতে পারে না।কারন ছেলের বাবার চোখের মনি ছেলে,তাকে কিছু বলা যাবে না।তাছাড়াও তুহিনের চাওনিটাও এত মায়াবী যে মুখের দিকে তাকালে আর শাসন করা যায় না। রাহেলা কিন্তু ছেলেকে নিয়ে খুবি সচেতন।তাকে একা একা বাইরে খেলতে পর্যন্ত যেতে দেয় না কারন ফেসবুক , টিভি , পত্রিকায় যে সমস্ত ভয়ঙ্কর খবর ছাপা হয় যেমন বাচ্চাদের কিডন্যাপ করা , মুক্তিপণ দাবী করা , মেরে ফেলা , চুরি করে নিয়ে যাওয়া ইত্যাদি।তাই রাহেলা এবং তার স্বামী এখন থেকেই তাদের ছেলেকে বোঝানো শুরু করে দিয়েছে যে, অপরিচিত কোন লোকের দেয়া কিছু খাওয়া যাবে না,বাসার বাইরে খেলতে যাওয়া যাবে না , কেউ ডাকলে তার সাথে যাওয়া যাবে না, জোর করলে বাঁচাও বলে চিৎকার দিতে হবে , কেউ কোন খারাপ কথা বললে আব্বু আম্মুকে জানাতে হবে।কিন্তু ছেলে সবসময় করে তার উল্টোটা যেমন কিছুদিন আগের কথা,তুহিন ওর মায়ের কাছে বায়না করল ঘরের বাইরে খেলতে যাবে।রাহেলা ভাল ভাবে বুঝিয়ে দিলেন গেটের বাইরে যাওয়া যাবেনা,ছাদে যাবে না , বাচ্চাদের সাথে মারামারি করা যাবে না, কেউ কিছু বললে আম্মুর কাছে এসে যেন বিচার দেয়।তুহিন সব মেনে নিয়ে বাইরে গেল খেলতে।অনেকটা সময় পরে রাহেলা তুহিন কি করছে দেখার জন্য বাইরে গেল।
তামান্নাঃ তুহিন , তুহিন!
তুহিনঃ এই যে আমি।
তামান্নাঃ তোমার হাতে কী।
তুহিনঃকিছু নাই(হাত লুকাচ্ছে)
তামান্নাঃ আব্বু দেখাও, আইসক্রিম কই পাইলা?
তুহিনঃ আমি গেটের বাইরে গেছিলাম,একটা লোক দিছে।
রাহেলাঃ (রাগ হয়ে)তুমি গেটের বাইরে কেন গেছিলা?অন্য লোকের কাছ থেকে কেন আইসক্রিম নিলা?
তুহিনঃ আমি চাই নাই তো,জোর কইরা দিছে।
রাহেলাঃ (গেটের বাইরে দেখলো কেউ নেই)জোর করে দিল তুমি আম্মুকে ডাক নাই কেন?আইসক্রিম খাইলা কেন?
তুহিনঃ আমার মজা লাগে আম্মু।
রাহেলাঃ(তুহিনকে কোলে তুলে নিয়ে)আবার তোমার খেতে মনে চাইলে আমাকে বলবা,আমি এক দৌড়ে দোকান থেকে এনে দিব,আন্য মানুষের থেকে নিবা না।ঠিক আছে!
তুহিনঃ ঠিক আছে।
রাহেলা ছেলেকে ঘরে নিয়ে যেতে যেতে ভাবছে চকলেট ,আইসিক্রিম বাচ্চাদের দূর্বলতা,তুহিনকে আর একা কোন মতেই বাইরে খেলতে পাঠানো যাবেনা।
তামান্নাঃ তুহিন , তুহিন!
তুহিনঃ এই যে আমি।
তামান্নাঃ তোমার হাতে কী।
তুহিনঃকিছু নাই(হাত লুকাচ্ছে)
তামান্নাঃ আব্বু দেখাও, আইসক্রিম কই পাইলা?
তুহিনঃ আমি গেটের বাইরে গেছিলাম,একটা লোক দিছে।
রাহেলাঃ (রাগ হয়ে)তুমি গেটের বাইরে কেন গেছিলা?অন্য লোকের কাছ থেকে কেন আইসক্রিম নিলা?
তুহিনঃ আমি চাই নাই তো,জোর কইরা দিছে।
রাহেলাঃ (গেটের বাইরে দেখলো কেউ নেই)জোর করে দিল তুমি আম্মুকে ডাক নাই কেন?আইসক্রিম খাইলা কেন?
তুহিনঃ আমার মজা লাগে আম্মু।
রাহেলাঃ(তুহিনকে কোলে তুলে নিয়ে)আবার তোমার খেতে মনে চাইলে আমাকে বলবা,আমি এক দৌড়ে দোকান থেকে এনে দিব,আন্য মানুষের থেকে নিবা না।ঠিক আছে!
তুহিনঃ ঠিক আছে।
রাহেলা ছেলেকে ঘরে নিয়ে যেতে যেতে ভাবছে চকলেট ,আইসিক্রিম বাচ্চাদের দূর্বলতা,তুহিনকে আর একা কোন মতেই বাইরে খেলতে পাঠানো যাবেনা।
No comments