Header Ads

Header ADS

ঘাসের ভিতরে যেই/জীবনানন্দ দাশ

ঘাসের ভিতরে যেই

-জীবনানন্দ দাশ-

ঘাসের ভিতরে যেই চড়ায়ের শাদা ডিম ভেঙে আছে-আমি ভালোবাসি
নিস্তব্দ করুণ মুখ তার এই-কবে যেন ভেঙেছিল-ঢের ধুলো খড়
লেগে আছে বুকে তার- বহুক্ষন চেয়ে থাকি-তারপর ঘাসের ভিতর
শদা শাদা ধুলো গুলো পড়ে আছে দেখা যায় খই ধান দেখি একরাশি
ছড়ায়ে রয়েছে চুপে নরম বিষন্ন গন্ধ পুকুরের জল থেকে উঠিতেছে ভাসি;
কান পেতে থাক যদি-শোনা যায় সরপুঁটি চিতলের স্বর
মীনকন্যাদের মতো যেন,সবুজ জলের ফাকে তাহাদের পাতালপুরীর ঘর
দেখা যায়-রহস্যের কুয়াশায় অপরুপ-রুপালি মাছের দেহ , গভীর উদাসী
চলে যায় মন্ত্রীকুমারের মতো,কোটাল-ছেলের মতো,রাজার ছেলের মতো মিলে
কোন এক আকাঙ্ক্ষার উদ্ঘাটনে কত দূরে-বহুক্ষণ চেয়ে থাকি একা;
অপরাহ্ন এল বুঝি?-রাঙা রৌদ্রে মাছরাঙা উরে যায়-ডানা ঝিলমিলে;
এখুনি আসিবে সন্ধ্যা-পৃথিবীতে গোধূলি নামিলে
নদীর নরম মুখ দেখা যাবে-মুখে তার দেহে তার কত মৃদু রেখা
তোমারই মুখের মতো,তবু  তোমার সাথে কোনদিন হবেনাকো দেখা।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.