কমলা লেবু
কমলা লেবুঃ
**কমলা লেবু ভিটামিন সি এ সমৃদ্ধ একটি ফল।
**যাদের মুখে দূর্গন্ধ রয়েছে তারা যদি প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া কমলা অন্তত দুই মাস খায় তবে মুখের দূর্গন্ধ থেকে রেহাই পাবে।
**কমলার খোশা বাটা চেহারার লাবন্য ধরে রাখতে সাহায্য করে।
**মসুর ডাল বাটার সাথে কমলার খোশা বাটা মিশিয়ে মুখে মাস্ক হিসাবে কিছু দিন ব্যাবহার করেলে মুখে বলি রেখা পরতে পারে না।মুখমন্ডলের ত্বকে টানটান ভাব বজায় থাকে।
No comments