দেশে বিদেশে মুসলিম স্থাপত্য
দেশে বিদেশে মুসলিম স্থাপত্য
তুরস্কের মুসলিম স্থাপত্যঃ
তোপকাপি প্রাসাদ ,ইস্তাম্বুলতোপকাপি প্রাসাদ ১৪৫০ দশকে সুলতান দ্বিতীয় মেহমেদ -এর নির্দেশে নির্মিত হয়। কয়েকটি দালানের সমন্বয়ে গঠিত স্থাপত্যটি প্রায় ৪০০ বছর ধরে ৩০ জন উসমানী সুলতানের প্রশাসনিক দপ্তর ও আবাসস্থল হিসেবে ব্যবহৃত হ্য।উসমানী সাম্রাজ্যের সমাপ্তির পর ১৯২৪ সালে প্রাসাদটিকে মিউজিয়ামে পরিনত করা হয় ।প্রাসাদ থেকে মর্মর সাগর ও বসফরাস প্রনালীর সৌন্দর্য উপভোগ করা যায়।এখানে বিভিন্ন দর্শনীয় সামগ্রী রয়েছে।
বাংলাদেশের মুসলিম স্থাপত্য
লালবাগ কেল্লা,ঢাকা
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার দক্ষিন-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর সন্নিকটে অবস্থিত।১৬৭৮ সালে মোঘল যুবরাজ মুহাম্মদ আজম বাংলার সুবাদার থাকাকালীন এর নির্মান কাজ শুরু করেন।কিন্তু তিনি ও তার উত্তরসূরি শায়েস্তা খান
এর নির্মান কাজ শেষ করতে পারেন নি।কেল্লার কেন্দ্রীয় অংশ জুড়ে রয়েছে তিনটি ভবন । পূর্ব দিকে দেওয়ান- ই -আম ও হাম্মাম, পশ্চিমে মসজিদ ও মাঝখামে বিবি পরির সমাধী ।
সৌদি আরবের মুসলিম স্থাপত্য
মসজিদে কুবা,মদিনা,মদিনা,
সৌদি আরবঃ
মসজিদে কুবা মদিনার উপকন্ঠে অবস্থিত।হযরত মুহাম্মাদ (সঃ) ৬২২ সালে মদীনায় হিযরত কালে এই মসজিদ টি নির্মাণ করেন।রাসুল (সঃ) এর নবুয়ত প্রাপ্তির পর এটিই হচ্ছে প্রথম মসজিদ।সর্বশেষ ১৯৮৬ সালে এটি পুনঃনির্মান করা হ্য।বর্তমানে মসজিদটিতে ৪ টি মিনার ও ৫৬ টি গম্বুজ রয়েছে।মসজিদটির মর্যাদা সম্পর্কে আল কুরআনের সূরা তওবার ১০৮ নং আয়াতে ইঙ্গিত রয়েছে।
কাসর আল আশেক,সামারা,ইরাক
শাহ মসজিদ,ইসফাহান,ইরান
কাদামাটির মসজিদ,জেন্নে,মালি,
লাল কেল্লা , নয়া দিল্লী,ভারত
আল হামারা দুর্গ, আন্দালুসিয়া ,স্পেনঃ
১২৩৮- ১৩৫৮ সালে নাসবিয় সুলতান্দের দ্বারা নির্মিত স্পেনের লাল দুর্গ ইসলামী ইতিহাসের গৌরব ।এটি আন্দালুসিয়ায় অবস্থিত ।
বসনিয়াস মুসলিম স্থাপত্যঃ
স্তারি মোস্ত সেতু , মোস্তার,বসনিয়া -হার্জেগোভিনাঃ স্তারি মোস্ত সেতু বসনিয়া - হার্জেগোভিনার মোস্তার শহরে নেরেতভা নদীর উপর নির্মিত .১৫৫৭ - ১৫৬৬ সালে উসমানী শাসনামলে তৈরি সেতুটি ১৯৯৩ সালে ক্রোয়েশিয়া - বসনিয়া যুদ্ধে ধ্বংশ হয় । পরবর্তীতে ২০০৪ সালে এটি পুন নির্মিত হয় । ২৯ মিটার এই সেতুটি মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন।
উজবেকিস্তানের মুসলিম স্থাপত্য
মুহাম্মাদ আমিন খান মাদ্রাসা ,খিভা
মিশরের মুসলিম স্থাপত্য
সালাহউদ্দিনের দূর্গ, কায়রো
No comments