Header Ads

Header ADS

How to write a term paper / টার্ম পেপার নমুনা ১ম অংশ


                                            ঘোষণা পত্র
আমি তাহমিনা আকতার ঘোষণা করছি যে , নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ এ শিরনামে একটি নিবন্ধ শীর্ষক টার্ম পেপাটি সম্পূর্নরূপে আমার নিজস্ব রচনা । টার্ম পেপারটি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী তোলারাম কলেজ ,নারায়ণগঞ্জ এর এম , এ ২০১৬-২০১৭ মাস্টার্স প্রোগ্রামের বাংলা বিভাগের পাঠ্যক্রম হিসাবে রচনা করেছি । এর সম্পূর্ন বা অংশ বিশেষ অন্য কোন ডিগ্রির জন্য উপস্থাপিত হয়নি ।

বিনীত

নাম : তাহমিনা আকতার                                                                  শ্রেণি : এম এ (মাস্টার্স প্রোগ্রাম)                                                                                              ক্লাস রোল     : ০৩                                                                           রেজিঃ            :16310087962                                                                      পরীক্ষার রোল :                                                                                                                                            শিক্ষাবর্ষ   :২০১৬-১৭                                                                        বিভাগ : বাংলা                                                                                     সরকারী তোলারাম কলেজ , নারায়ণগঞ্জ ।


                                                                   








                                                                 প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করছি যে , তাহমিনা আকতার এর নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ – এ শিরনামে একটি নিবন্ধ শীর্ষক টার্ম পেপারটি আমার প্রত্যক্ষ তত্বাবধানে সম্পন্ন হয়েছে , আমি টার্ম পেপারটি পাঠ করেছি এবং এটি মৌলিক বিষয় উপস্থাপনের জন্য অনুমতি প্রদান করছি ।


ড. রওনক জাহান

সহযোগী অধ্যাপক                                                                       সরকারী তোলারাম কলেজ , নারায়নগঞ্জ  











                                                                       সূচীপত্র

১. কবি পরিচিতি                                                               ০৩
২.ভূমিকা                                                                         ০৬
৩.সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক সমূহ                                        ০৭ 
৪.বহিপীর
৫.তরঙ্গভঙ্গ
৬.উজানে মৃত্যু
৭.সুড়ঙ্গ
৮.নাট্যকার হিসাবে সৈয়দ ওয়ালীউল্লাহর সফলতা
৯.উপসংহার
১০.সহায়ক গ্রন্থাবলী









                                             

                                             ভূমিকা

বাংলাদেশের সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১)বিষয় ভাবনা ও প্রকরন নিষ্ঠায় আধুনিকতাস্পর্শী জীবনমুখী কথাসাহিত্যিক। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহ এক উজ্জল নক্ষত্র । সৈয়দ ওয়ালীউল্লাহর সৃষ্টিশীল সত্তার সাফল্য খ্যাতি ও সিদ্ধি মূলত ঔপন্যাসিক হিসাবে হলেও তার অন্তর্লীন সৃজন প্রতিভার স্ফূরন ঘটেছে মুখ্যত নাট্যকার হিসাবে
ওয়ালীউল্লাহর সাথে তার পূর্ববর্তী বাঙালি নাট্যকারদের ব্যাবধান এখানেই যে , তিনই নিছক কাহিনী দৃশ্যপটে উপস্থাপনের জন্য নাটক রচনা করেন নি।কাহিনী তার কাছে উপায় এবং উপলক্ষ মাত্র-লক্ষ নয়।নাটক রচনার ক্ষেত্রে তিনি একটি নিজস্ব শৈলী ও ঢং রপ্ত করেছিলেন, যা তার সমসাময়িকদের চেয়ে সম্পূর্ন স্বতন্ত্র। আধুনিক নাটকে সংলাপ সৃষ্টি ,নাট্যশৈলী,নির্মান,অভিনয় কৌশল,বিষয়বস্তু যোজনা,মঞ্চ পরিকল্পনা সর্বত্রই ব্যাপক বৈচিত্র এসেছে,অপসৃত হয়েছে নাটক রচনা ও মঞ্চায়নের ক্ষেত্রে পূর্ববর্তী ধারনা । বিশ শতকে নাট্যচর্চা ও নাটক মঞ্চায়নের ক্ষেত্রে অভাবিত অগ্রগতি ,বিবিধ বৈচিত্র সাধিত হলেও পূর্ব বাংলার নাট্য রঙ্গমঞ্চে সেই যুগান্তর ও রুপান্তরের আবির্ভাব বিলম্বিত ; সৈয়দ ওয়ালীউল্লাহ , আশকার ইবনে শাইখ ,নূরুল মোমেন্‌, মুনির চৌধুরী প্রমুখ বিশ্বমনস্ক আধুনিক ও নিরীক্ষাশীল নাট্যকারের মধ্যেই সীমাবদ্ধ ।বস্তুত সৈয়দ ওয়ালীউল্লাহ আমাদের পাঁচ দশকের এক বিরল , নিরীক্ষা প্রিয় ও মৌলিক নাট্যপ্রতিভা ।
বিরলপ্রজ শিল্পী ওয়ালীউল্লাহ চারটি নাটক রচনা করেছেন , সুরঙ্গ (১৯৬৪),তরঙ্গভঙ্গ(১৯৬২), বহিপীর (১৯৫৫) ও উজানে মৃত্যু (১৯৬৩) ।নাটক চারটিতে শিল্পীর জীবনাদর্শ ব্যাপক ও গভীর আস্তিত্ব অন্বীক্ষার স্বরুপ ও সত্যার্থ ক্রমান্বয়ে ঋদ্ধ হয়েছে ।                                                    

2 comments:

  1. কারো কাছে যদি পুরাতন টার্ম পেপারের পিডিএফ থাকে তাহলে কষ্ট করে এই মেইল এ দেন। আমার অনেক উপকার হবে। আমি একটু লেখার সিস্টেম টা দেখতে চাই। habiburg3@gmail.com

    ReplyDelete
  2. nice post same akti link upnader sate share korlam . sobar kaze lagte pare https://www.sohibd.com/bn/category/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0

    ReplyDelete

Theme images by Flashworks. Powered by Blogger.