বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
গুরুত্বপূর্ন কুইজ
১.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা ----- ৬৫০-১২০০ খ্রীঃ
২.বাংলা সাহিত্যের মধ্য যুগের সময়সীমা-----১২০১-১৮০০খ্রীঃ৩.বাংলা সাহিত্যের আ্ধুনিক যুগের সময়সীমা------১৮০১-বর্তমান পর্যন্ত।
৪.অন্ধকার যুগের সময়সীমা .........১৩৫০--১৮০০ খ্রীঃ
৫.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন সমুহ ---চর্যাপদ ,ডাক ও খনার বচন ,সেকশুভোদয়া,ময়না মতির গান ,গোপী চন্দের সন্যা্স ,ব্রতকথা,রুপকথা,শূন্যপুরাণ।
৬.কোথা থেকে কত সালে চর্যাপদ আবিষ্কার করা হয়-----নেপালের রয়েল লাইব্রেরি থেকে,১৯০৭ সালে।
৭.চর্যাপদের আবিষ্কারক কে --- হরপ্রসাদ শাস্ত্রী।
৮.১৯৬১ সালে (১৩২৩ বঙ্গাব্দ) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
৯. চর্যাপদের রচনাকাল সম্পর্কে মুহম্মদ শহীদুল্লাহ বলেন ৬৫০ থেকে ১২০০ খ্রীঃ এর মধ্যে রচিত এবং সুনীতিকুমার চট্টপাধ্যায় বলেন ৯৫০ থেকে১২০০ খ্রীঃ এর মধ্যে চর্যাপদ গুলো রচিত।
১০.আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১১.চর্যার কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি -- শবরপা(৬৮০-৭৬০ খ্রীষ্টাব্দ)।
১২.চর্যায় মোট কয়টি প্রবাদ বাক্য আছে -- ৬টি।
১৩.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বৈশিষ্ট্য--প্রাচীন যুগে ব্যক্তিজীবন প্রধান ছিল,ধর্ম প্রধান ছিল না।
১৪.চর্যাপদে সমাজের কোন শ্রেনীর প্রসঙ্গ আলোচিত হয়েছে --- সমাজের অন্ত্যজ শ্রেনী।
১৫.চর্যা শব্দের অর্থ কী ?---- আচরণ
১৬.শব্দার্থের ভিত্তিতে চর্যার ভাষা?--- সান্ধ্যভাষা।
No comments