Midwife ( Ministry of Health and Family Planing) Exam 28 December 2020
বাংলা অংশ
1.কোনটি শুদ্ধ- দ্বন্দ্ব
8.রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটির রচয়িতা- কাজী নজরুল ইসলাম।
14.মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি-- জোছনা ও জননীর গল্প।
21.বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত - বেগম রোকেয়া।
23. ভাষা আন্দোলনভিত্তিক "কবর" নাটকটির রচয়িতা -মুনীর চৌধুরী।
28.ঠোঁট কাটা বাগধারার অর্থ - স্পষ্ট ভাষী।
29.পরিমিত ব্যয় করে যে' - মিতব্যয়ী।
31.পোষ্টমাস্টার ছোট গল্পের রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর।
33.সূর্য শব্দের সমার্থক শব্দ -দিনমনি।
38. গবেষণা এর সন্ধি বিচ্ছেদ - গো + এষণা
41. হরতাল কোন দেশী শব্দ- গুজরাটি শব্দ।
43.মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক - পায়ের আওয়াজ পাওয়া যায়।
50.বঙ্কিমচন্দ্রের উপন্যাস -কপাল কুন্ডলা।
54.অনুরাগ এর বিপরীত শব্দ- বিরাগ।
62.শেষের কবিতা একটি -উপন্যাস।
65.বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত- অগ্নিবীণা।
70.বাংলাভাষায় মাত্রাহীন বর্ণ -10 টি।
84. কোনটি বিশেষণ পদ - পাহাড়ী।
97. অসীম এর বিপরীত শব্দ- সসীম।
100. জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ - রূপসী বাংলা।
English
6.Smoking is ----- to our health ( injurious)
15. The antonym of 'patriot' is -- (traitor)
19.The word 'parents' means ---(father and mother).
20. How --- money do you require for this work? ( much)
22. How charming the sight is! it is an (exclamatory sentence)
32. Which sentence is incorrect ? ( Open page 50.) right ans open at page 50
35.The word 'illiterate' means a person who does not know how to --( read or write)
39.He is known to me' is an example of -- passive voice.
52. The examination -- before I reached the hall. ( had started)
68.Man is an --- animal. (rational)
80.Mother is always --- to her children . (affectionate)
83. Rice is our -- food. (staple)
85.Correct spelling is --- Millionaire.
88. 'Loose hearten' means be dishearten .
90. Contact lenses are worn in one's --- eye.
91.----Bangladeshi are proud for their glorious past..(The)
95.They were disturbing us. it is an example of Past continuous tense.
98.He was deprived ---- his paternal properties. (of)
সাধারণ জ্ঞান
7.কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কত মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে--- 230 মেঘাওয়াট।
13.আন্তর্জাতিক আদালত - নেদারল্যান্ডস এর হেগ এ।
17.বাংলাদেশে কঠিন শিলা উত্তোলন হয় ----- মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে
18.বাংলাদেশর কোন কয়লা খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে -- বড়পুকুরিয়া
19.আল্পস পর্বতমালা কোথায় ্--ইউরোপে।
20.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কয়টি অনুচ্ছেদ আছে -- 153 টি
21. জাতিসংঘের বর্তমান মহাসচিব-- অ্যন্টিনিও গুতেরেস।
22.How many sectors were created to conduct liberation war of Bangladesh..(Eleven)
23.বাংলাদেশ কোন সালে LNG আমদানি করে? 2018 সালে
24. বাংলাদেশের শতকরা কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে? 96 %
25.আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? --69 এর গণঅভ্যুত্থান
26.ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে।
27.
No comments