একই অর্থের সমজাতীয় বাগধারা
1.অসম্ভব জিনিস: কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি।
2.অপদার্থ: অকাল কুষ্মান্ড, আমড়া কাঠের ঢেকি, ঢেঁকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাড়ের গোবর,।
3.নির্বোধ: অগাকান্ত, অগাচন্ডী, অগারাম, হবুচন্দ্র,ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি,হাদারাম, ঘটে বুদ্ধি নাই।
4. শেষ বিদায় বা মৃত্যু: অগস্ত্য যাত্রা, অনসন্ত যাত্রা, পটল তোলা, অক্বা পাওয়া,পঞ্চত্ব প্রাপ্ত, ভবলীলা সাঙ্গ হওয়া।
5.হতভাগ্য: হাড় হাভাতে, অষ্টকপাল, কপালের ফের, কপাল ভাঙ্গা, কপাল মন্দ,
6.অকর্মণ্য: গোবর গণেশ, অপোগণ্ড, কুমড়ো কাটা বকঠাকুর, ঠুঁটো জগন্নাথ।
7.ভীষণ শত্রুতা: অহিনকুল সম্বন্ধ, দা- কুমড়া সম্পর্ক,আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
8. দুর্লভ: আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের দুধ, বাঘের চোখ।
9.সুন্দর মিল: মানিক জোড়, সোনায় সোহাগা, মণিকাঞ্চন যোগ।
10.মন্দভাগ্য:ইঁদুর কপালে,আটকপালে, পোড়া কপাল।
11.দুর্বল: ঢিমে তেতালা, চিনির পুুতুল, ননীর পুতুল।
12.তোষামুদে: খয়ের খাঁ. ধামাধরা, ঢাকের কাঠি।
13.বেহায়া: কানকাটা, লেজকাটা, চশমখোর, দু-কানকাটা।
14.অত্যন্ত কিপটে:হাতভারী, কঞ্জুসের ভাত্তাখোর, কিপটের জাসু,হাত . হাত ুদিয়ে জল গলে না।
15.অলীক: অসম্ভব কল্পনা, দিবাস্বপ্ন,আকাশ কুসুম।
16.অবজ্ঞা করা: নাক উঁচানো, নাক সিঁটকানো, নাক টেপা।
17.উভয় সংকট: শাঁখের করাত, করাতের দাঁত, জলে কুমির ডাঙায় বাঘ, শাপের ছুচ গেলা,
18.সুসময়ের বন্ধু: দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা,লক্ষীর বরযাত্রী।
19.অপব্যয়: ভূতের বাপের শ্রাদ্ধ, ভষ্মে ঘি ঢালা, হরিলুট।
20.ক্ষণস্থায়ী:তাসের ঘর, বালির বাঁধ, পদ্ম পাতার জল।
21.একমাত্র অবলম্বন: সবেধন নীলমণি, অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি,
22.সৌভাগ্য: একাদশে বৃহস্পতি, কপাল ফেরা, কপাল জোর,জোর কপাল।
No comments