নোবেল পুরষ্কার ২০১৯
নোবেল পুরষ্কার ২০১৯
পুরষ্কার বিজয়ী ১৪ জন, পুরুষ ১৩ জন, নারী ১ জন।সর্বকনিষ্ঠ নোবেল জয়ী এস্থার দুফলো (অর্থনীতি) ; ৪৬ বছর
বয়োজ্যেষ্ঠ নোবেল জয়ী জন বি গুডেনফ (রসায়ন) ;৯৭ বছর
চিকিৎসা শাস্ত্র (পুরষ্কার ঘোষণা ৭ অক্টোবর ২০১৯)
দেহে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে কোষের সাড়া দানের প্রকৃয়া নিয়ে গবেষণার জন্য।উইলিয়াম জি কেইলিন জুনিয়র
জন্মঃ ২৩ নভেম্বর ১৯৫৭; নিউইয়ররক, যুক্তরাষ্ট্র
স্যার পিটার জে র্যাটক্লিফ
জন্মঃ ১৪ মে ১৯৫৪, যুক্তরাজ্য
গ্রেগ এল সেমেনজা
জন্মঃ ১ জুলাই ১৯৫৬,নিউইয়ররক, যুক্তরাষ্ট্র
পদার্থবিদ্যা (পুরষ্কার ঘোষণা ৮ অক্টোবর ২০১৯)
মহাবিশ্বের বিবর্তন বিষয়ক তাত্ত্বিক ধারণা প্রদান এবং সৌরজগতের বাইরে সূর্যের মতো নক্ষত্র ঘিরে আবর্তনরত প্রথম গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্যজেমস পিবলস
জন্মঃ ২৫ এপ্রিল ১৯৩৫, উইনিপেগ, কানাডা
মিশেল মেয়র
জন্মঃ ১২ জানুয়ারি ১৯৪২, লুসান, সুইজারল্যান্ড
দিদিয়ার কুয়েলজ
জন্মঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬, সুইজারল্যান্ড
রসায়ন (পুরষ্কার ঘোষণা ৯ অক্টোবর ২০১৯)
লিথিয়াম - আয়ন ব্যাটারি উদ্ভাবন ও উন্নয়নের জন্যজন বি গুডেনফ
জন্মঃ ২৫ জুলাই ১৯২২, জেনা, জার্মানি
এম স্ট্যনলি হুইটিং হ্যাম
জন্মঃ ২২ ডিসেম্বর ১৯৪১, যুক্তরাজ্য
আকিরা ইয়োশিনো
জন্মঃ ৩০ জানুয়ারি, ১৯৪৮, সুইতা , জাপান
শান্তি (পুরষ্কার ঘোষণা ১১ অক্টোবর ২০১৯)
আবি আহমেদ আলী (শান্তিতে শততম নোবেলজয়ী)প্রধানমন্ত্রী ইথিওপিয়া
জন্মঃ ১৫ আগস্ট ১৯৭৬
নোবেল সাহিত্য (পুরষ্কার ঘোষণা ১০ অক্টোবর ২০১৯)
পিটার হ্যান্ডকে (সমসাময়িক কল্পকাহিনীর জাদুকর)জন্মঃ ৬ ডিসেম্বর ১৯৪২, গ্রিফেন, ক্যারিন্থিয়া, অস্ট্রিয়া
অর্থনীতি (পুরষ্কার ঘোষণা ১৪ অক্টো ২০১৯)
বৈশ্বিক দারিদ্র দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্যঅভিজিৎ ব্যানার্জি
জন্মঃ ২১ ফেব্রু ১৯৬১, মুম্বাই, ভারত
এস্থার দুফলো
জন্মঃ ২৫ অক্টো ১৯৭২, প্যারিস, ফ্রান্স
মাইকেল ক্রেমার
জন্মঃ১২ নভেম্বর ১৯৬৪, যুক্তরাষ্ট্র
No comments