Header Ads

Header ADS

সমাস

সমাস অর্থ সংক্ষেপণ
যে যে পদ একত্র হয়ে সমাস তৈরি করে তাদের বলে সমস্যমান পদ।
যে বাক্য সমস্যমান পদ গুলোর পরস্পর সম্পর্ক নিরুপন করে তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে।
সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে সমস্তপদ বলে।
সমস্তপদের প্রথম পদকে পুর্বপদ ও শেষ পদকে উত্তর পদ বা পরপদ বলে।
সমাস ৬ প্রকারঃ
১.দ্বন্দ্ব
২।তৎপুরুষ
৩.কর্মধারয়
৪.দ্বিগু
৫.অব্যয়ীভাব
৬.বহুব্রীহি

দ্বন্দ্ব সমাসঃ
যে সমাসে সমান বিভক্তি যুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে মিলিত হয়ে এক পদে পরিনত হয় এবং  সমস্যমান প্রত্যেকটি পদের অর্থ সমভাবে

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.