Header Ads

Header ADS

গুরুত্বপূর্ণ স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গ, নিপাতনে সিদ্ধ সন্ধি

গুরুত্বপূর্ণ স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গ, নিপাতনে সিদ্ধ সন্ধি

অতীন্দ্রিয় = অতি+ইন্দ্রিয়
ক্ষুধার্ত = ক্ষুধা +ঋত
হিতৈষী = হিত + ঐষী
স্বাগত = সু + আগত
সতীশ = সতী + ঈশ
লবণ = লো +অন
যাচ্ছেতাই = যা + ইছে + তাই
যদ্যপি = যদি + অপি
যথেষ্ট = যথা + ইষ্ট
ব্যর্থ = বি + অর্থ
পবিত্র = পো + ইত্র
তন্বী = তনু +ঈ
ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী
ছেলেমি = ছেলে + আমি
উপর্যুক্ত = উপরি + উক্ত
অহংকার = অহম + কার 
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
উদ্ধার = উৎ + হার
উল্লাস = উৎ + লাস
ঋগবেদ = ঋক + বেদ
কৃষ্টি = কৃষ + তি
কান্না = কাঁদ + না
চিন্ময় = চিৎ + ময়
চলচ্চিত্র = চলৎ + চিত্র
বাগাড়ম্বর = বাক + আড়ম্বর
বাগদান = বাক + দান

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.