Header Ads

Header ADS

বঙ্গ বন্ধু স্যাটেলাইট- ১ ( A-Z) / Bangabandhu satellite -1

বিস্তারিত বর্নণাঃ


  • নাম--বঙ্গ বন্ধু স্যাটেলাইট- ১
  •      (ভু স্থির যোগাযোগ ও সম্প্রচার সযটেলাইট)
  • উৎক্ষেপণ কাল- ১১ মে ২০১৮

  • স্থান-- কেনেডি স্পেস সেন্টার,কেপ কেনাভেরাল। ফ্লোরিডা ,যুক্তরাষ্ট্র
  • গ্রাউন্ড স্টেশন-২ টি ( তালিবাবাদ ,গাজীপুর ও বেতবুনিয়া ,রাঙ্গামাটি)
  •        (আরো দু টি স্টেশন হবে ইন্দোনেশিয়া ফিলিপাইনে)

  • অবস্থান--১১৯.১ ডিগ্রি পুর্ব দ্রাঘীমাংশে নিজস্ব অরবিটাল স্লটে
  • পাড়ি দিতে হয়--৩৫,৮০০ কিলোমিটার
  • সেবা পাওয়া যাবে -৪০ রকমের

  • স্যাটেলাইট বিশ্বে বাংলাদেশ--৫৭ তম
  • উৎক্ষেপণ রকেট--space x
  • নির্মাতা: ফ্রান্সের থেলিস অ্যালেনিয়া স্পেস।
  • ট্রান্সপন্ডারঃ ৪০ টি
  • প্রাথমিকভাবে ব্যবহার করা হবেঃ ২০ টি
  • পরিচালনা/বিপনন/ নিয়ন্ত্রনঃ BTCL
  • আয়ুষ্কাল ঃ ১৫ বছর
  • ওজন ঃ ৩৬০০ কেজি



No comments

Theme images by Flashworks. Powered by Blogger.