- বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক---- প্রমথ চৌধুরী
- বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ-- ৩ টি
- ষত্ব বিধানের নিয়মে শুদ্ধ-- মাস্টার
- দ্যুলোক শব্দের সঠিক সন্ধি-- দিব + লোক
- সমাস বদ্ধ শব্দে সাধারনত ণত্ব বিধান খাটেনা---অগ্রনায়ক
- পুকুরে মাছ আছে-- ঐকদেশীক অধিকরণ
- ক্রিয়া বা ধাতুর পরে যুক্ত হয়--কৃৎ প্রত্যয়
- ভাবে সপ্তমীর উদাহরণ--চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়
- সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদগমন
- পেয়ারা-- পর্তুগীজ ভাষার শব্দ
- তামার বিষ-- অর্থের কু প্রভাব
- গুনহীনের ব্যার্থ আস্ফালন-- অসারের তর্জন গর্জন সার
- বিপরীতার্থে পরা-- পরাভাব
- বীনাপানি--- ব্যাধিকরণ বহুব্রীহি
- বাংলা বর্ণমালার উৎস - ব্রাহ্মীলিপি
- খ্রীস্টান = ইংরেজী + তৎসম
- Call it a day-- পুনরায় শুরু করা
- মরি মরি কী সুন্দর প্রভাতের রুপ= উচ্ছ্বাস
- সম্বোধন পদের পরে --কমা বসে
- Book post-- খোলা ডাক
- দেশী শব্দ-- গঞ্জ
- রুপক কর্মধারক-- কালস্রোত
- উষ্ণীষ----পাগড়ি
- নাটিকা-- ক্ষুদ্রার্থে
- শইরে সংক্রান্তি-- আসন্ন বিপদ
No comments