গ্রীনিচ সম্পর্কীত প্রশ্ন /Greenwich mean time based question
১.দ্রাঘিমারেখার অপর নাম কী?
=মধ্যরেখা
=. ৯০ ডিগ্রি
3.কোন রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়?
= দ্রাঘিমারেখা
৪.মূলমধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে?
=লন্ডন
৫.গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
= লন্ডন
৬.গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
= ক্রনোমিটার
৭.মূলমধ্যরেখার মান কত ডিগ্রি?
= ০ ডিগ্রি
৮. নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা পরস্পরকে কোথায় ছেদ করেছে?
= গিনি উপসাগরে
৯.গ্রিনিচে দ্রাঘিমা কত ডিগ্রি?
= ০ ডিগ্রি
১০. কোন স্থানের সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়?
=. গ্রিনিচ
১১.ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
= প্রশান্ত মহাসাগর, চিলি
১২. ১º দ্রাঘিমার জন্য কত মিনিট সময়ের পার্থক্য হয়?
= ৪ মিনিট
১৩.কোনো স্থানের সময় ১২টা হলে সেখান থেকে ৫º পূর্বের স্থানের সময় কত হবে?
= ১২টা ২০ মিনিট
১৪.পৃথিবী কোনটির ওপর প্রতিদিন আবর্তিত হচ্ছে?
= নিজ মেরুরেখা
১৫.সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনটি নির্ণয় করা যায়?
= স্থানীয় সময়
১৬.কোনদিকে অবস্থিত স্থানে আগে সূর্যোদয় হয়?
= পূর্ব দিকে
১৭.কানাডাতে মোট কয়টি প্রমাণ সময় রয়েছে?
= ৪টি
১৮.গ্রিনিচের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
= +৬ ঘণ্টা
১৯. কোন দ্রাঘিমারেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত?
= ৯০º পূর্ব দ্রাঘিমা
২০. কোন দ্রাঘিমার সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়?
= ৯০০ পূর্ব
২১. ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে কী বলে?
= প্রতিপাদ স্থান
২২. আন্তর্জাতিক তারিখ রেখা কোন দিকে প্রসারিত হয়?
= উত্তর-দক্ষিণে
.
No comments