Header Ads

Header ADS

স্বাধীনতা ,ভাষা আন্দোলন , বিভিন্ন দফা সম্পর্কিত বিষয়াবলী / Liberation war based Questions

স্বাধীনতাঃ

১.স্বাধীনতা ঘোষনা--২৬ শে মার্চ ১৯৭১
২.ঢাকা শহরের অপারেশন সার্চলাইট পরিচালনার দায়িত্বে ছিলেন--জেনারেল রাও ফরমান আলী।
৩.সারা দেশকে সেক্টরে ভাগ করা হয়-- ১১ টি
৪.মুক্তি যুদ্ধের সময় কয়টি বিগ্রেড ছিল-- ৩ টি  (Z force , S force,  K force.)
৫.খাজা নাজিম উদ্দিনঃ তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধান মন্ত্রী গভর্নর জেনারেল ছিলেন।
মুহাম্মদ আলী জিন্নাহঃ পাকিস্তানের স্থপতি ও গভর্নর ।তিনি ২১ শে মার্চ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা ঘোষনা করেন।
লিয়াকত আলী খানঃ পাকিস্তানের প্রথম প্রধান মন্ত্রী
ধীরেন্দ্রনাথ দত্তঃ ১৯৪৮ সালে গণপরিষদে বাংলাকে ইংরেজি ও উর্দুর পাশাপাশি মূল্যায়ণ করতে বলেন।
যুক্তফ্রন্ট গঠনঃ ১৯৫৩ সালে




ভাষা আন্দোলন 

১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ছিল-- ৮ ই ফাল্গুন ১৩৫৮
ভাষা আন্দোলনে আহত-- ১৯ জন
বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়া হয়-- ১৯৫৪ সালের ৭ ই মে।
সর্বস্তরে বাংলাকে ব্যাবহার করার নির্দেশ --- ১৯৮৭ সালে
UNESCO  বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় --১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রনয়ন হয়।







দফা সমূহ 

৭ দফা
১১ দফা
৩৫ দফা

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.