কাজী নজরুল ইসলামের কাব্য -২ / kazi Nazrul Islamer kabbo 2
সিন্ধু
-দ্বিতীয় তরঙ্গ-
হে সিন্ধু ,হে বন্ধু মোর ,
হে মোর বিদ্রোহী !
রহি' রহি'
কোন বেদনায়
তরঙ্গ- বিভঙ্গে মাত উদ্দাম লীলায় !
হে উম্মত্ত , কেন এ নর্তন?
নিষ্ফল আক্রোশে কেন কর আস্ফালন
বেলাভূমে পড় আছাড়িয়া !
সর্বগ্রাসী ! গ্রাসিতেছ মৃত্যু -ক্ষুধা নিয়া
ধরণীরে তিলে - তিলে !
হে অস্থির ! স্থির নাহি হ'তে দিলে
পৃথিবীরে ! ওগো নৃত্য - ভোলা ,
ধরারে দোলায় শূন্যে তোমার হিন্দোলা !
হে চঞ্চল ,
বারে বারে টানিতেছ দিগন্তিকা -বধূর অঞ্চল !
কৌতুকি গো ! তোমার এ কৌতুকের অন্ত যেন নাই !-
কী যেন বৃথাই
খুঁজিতেছ কূলে কূলে
কার হেন পদরেখা ! - কে নিশীথে এসেছিল ভুলে'
তব তীরে,গর্বিতা সে নারী,
যত বারি আছে চোখে তব
সব দিলে পদে তার ডারি'
সে শুধু হাসিল উপেক্ষায় !
তুমি গেলে করিতে চুম্বন , সে ফিরালো কঙনের ঘায়,
- গেল চলে নারী
সন্ধান করিয়া ফের,হে সন্ধানী,তারি
দিকে দিকে তরুনীর দূরাশা লইয়া,
গর্জনে , গর্জনে কাঁদ -'পিয়া,মোরই পিয়া!'
বলো বন্ধু,বুকে তব কেন এত বেগ,এত জ্বালা?
কে দিল না প্রতিদান?কে ছিঁড়িল মালা?
কে সে গরবিণী বালা?কার এত রুপ এত প্রাণ,
হে সাগর,করিল তোমার অপমান!
হে'মজনুন', কোন সে "লাইলী"র
প্রণয়ে উন্মাদ তুমি?-বিরহ-অথির
করিয়াছ বিদ্রোহ ঘোষনা,সিন্ধুরাজ,
কোন রাজকুমারির লাগি'?কারে আজ
পরাজিত করি' রণে, তব প্রিয়া রাজ- দুহিতারে
আনিবে হরণ করি'?- সারে সারে
দলে দলে চলে তব তরঙ্গের সেনা,
ঊষ্ণীষ তাদের শিরে শোভে শুভ্র ফেনা !
ঝটিকা তোমার সেনাপতি
আদেশ হানিয়া চলে ঊর্ধ্বে অগ্রগতি।
উরে চলে মেঘের বেলুন,
'মাইন' তোমার চোরা পর্বত নিপুণ!
হাঙ্গর কুম্ভীর তিমি চলে 'সাবমেরিন',
No comments