Header Ads

Header ADS

এন্টিবায়োটিক

এন্টিবায়োটিক
অসুস্থ মানুষের সুস্থতা লাভের নির্ভর যোগ্য উপকরন হল এন্টিবায়োটিক।কিন্তু এটি আবার প্রানের পক্ষে হুমকি স্বরুপ প্রমান হতে পারে।অধিক হারে এন্টিবায়োটিকের সেবন স্বাস্থের জন্য ক্ষতিকর,এটি মৃত্যুর কারনও হতে পারে। সেবনে আমাদের পেটে ভাল ব্যাক্টেরিয়া ও খারাপ ব্যাক্টেরিয়া নির্বিশেষে সব ধ্বংস করে ফেলে,এতে করে মানুষের ইমিউনিটি কমে যায়।আবার এটির কোর্স সম্পূর্ন না করলে তাও বিপদ, কেননা দেখা গেল আপনি এন্টিবায়োটিকের অর্ধেক কোর্স সম্পন্ন করে তারপর বন্ধ করে দিলেন, অর্ধেক ঔষধে আপনার শরীরের ৭০ ভাগ খারাপ ব্যাকটেরিয়া মরে গেল কিন্তু ৩০ ভাগ বেঁচে রইলো

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.