GPS / অবস্থান নির্নয়ে সর্বাধুনিক প্রযুক্তি
GPS
ভৌগোলিক তথ্য সংরক্ষন ও বিশ্লেষণের কৃত্রিম উপগ্রহভিত্তিক একমুখি যোগাযোগ ব্যাবস্থা হলো Global Positioning System(GPS)।ষাট দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের সাবমেরিনের অবস্থান নিরুপনে এ বিষয়ে গবেষনা শুরু করে।উনিশ শতকের সত্তর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ প্রযুক্তি উদ্ভাবনে সফলতা পায় এবং ১৯৭৮ সালে NAVSTAR নামে এ প্রযুক্তি চালু করে।পরবর্তিতে এর নাম রাখা হয় GPS।১৯৯৩ সালে ২৪ টি স্যাটেলাইটের সমন্বয়ে সৃষ্ট এ নেটওয়ার্ককে বশ্বের সব স্থান থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ন সিস্টেম হিসাবে প্রস্তুত করা হয়।শুরুতে এর ব্যবহার একেবারেই সামরিক হলেও পরে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।যুক্তরাষ্ট্রের হাওয়াইতে স্থাপিত স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন থেকে এটি নিয়ন্ত্রন করা হয়।ছয়টি অরবিটে স্যাটেলাইটগুলো
এমনভাবে স্থাপন করা হয়েছে,যাতে বিশ্বের যে কোনো স্থান হতে যে কোনো সময় অন্তত চারটি স্যাটেলাইত দৃশ্যমান হয়
।স্যাটেলাইট থেকে পাঠানো সংকেত গ্রহন ও প্রক্রিয়াজাতকরনে GPS রিসিভার ব্যবহার করা হয় এবং তা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
No comments