দ্রুত কমছে পৃথিবীর অক্সিজেন
দ্রুত কমছে পৃথিবীর অক্সিজেন
সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষনা সংস্থা NASA'র বিজ্ঞানীরা জানান,পৃথিবীর বায়ূমন্ডল উত্তোরোত্তর হালকা হওয়ার পাশাপাশি বাতাসের অক্সিজেন প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত মহাকাশে হারিয়ে যাচ্ছে।শুধু তাই নয়,দ্রুত অক্সিজেন কমলেও কার্বন-ডাই-অক্সাইড সেই হারে কমছে না।কমছে না নাইট্রোজেন কিংবা মথেনের মত অন্যান্য গ্যাসও।যে বিষয়টি বিজ্ঞানীদের বেশি চমকে দিয়েছে সেটি হল বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন এর তুলনায় ১৬ গুন ভারী অক্সিজেন গ্যাস কেন পৃথিবীর বায়ুমন্ডল ছেরে এভাবে উপরে চলে যাচ্ছে,যেখানে হাইড্রোজেন ঠিকই রয়েছে!পৃথিবী থেকে প্রতিনিয়ত অক্সিজেন কমে যাওয়ার কারন খুঁজতে নাসার বিজ্ঞানীরা নজর রাখছেন মেরু অঞ্চলের মেরুজ্যোতির অপর।আর এ লক্ষ্যে ৪ ডিসেম্বর ২০১৮ নরওয়ের উত্তর উপকূল থেকে পাঠানো হয় 'ভিশন-২' সাউন্ডিং রকেট।
No comments