বোকা আমি
বোকা আমি
১. ২০০৫ সালের কথা আমার বাবা তখন প্রথম ফোন কিনবেন,আমিত খুবই খুশি কারন আমি তখনও সেল ফোন সামনা সামনি দেখিনি।সিনেমাতে নায়ক নাইকাদের হাতে দেখেছি,আমি আমার সব বন্ধুকে গর্বের সাথে এই কথাটা জানিয়ে বেড়াই এবং আমাদের বাসায় ফোন দেখার জন্য ওঁদের আসতে বলি।২.ফোন কেনার সময় সিম কিনেন নাই আমার বাবা,বাসায় এসে মার কাছে সিম কেনার জন্য ৫০০ টাকা চান আমিতো অবাক সাথে মাও ।
আমরা দুজনেই বাবাকে জিজ্ঞাসা করলাম যে ,সিম দিয়ে মোবাইল চলবে কেমন করে , আর ৫০০ টাকায় তো আনেক সিম পাওয়া যাবে,এত সিম দিয়ে কি হবে।বাবাতো হাসতে হাসতে অস্থির,পরে হাসি থামিয়ে আমাদের বোঝালেন যে মোবাইলে যেটা ব্যাবহার করা হয় সেটা তরকারি সিম না সেটা সিম কার্ড।
৩.বাবার প্রথম ফোনটা ছিল Nokia 1100 মডেল-এর তো একদিন টিপতে টিপতে ভুলে ফোন বন্ধ হয়ে গেল।এখন দেখি ফোন চলে না।আমার মা খুবই রাগী,ফোন নষ্ট হলে বাবা কিছু না বললেও মা আমাকে মেরে ফেলবে।কারন ফোন আনার পর থেকে আমি যখনি সুযোগ পেতাম Snake game-টা খেলতাম আর Ring Tone বাজাতাম।মা নিষেধ করলেও শুন্তাম না।আমি মনে মনে আল্লাকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলেছি,মসজিদে ৫০ টাকা মানত , ৫০ রাকাত নফল নামাজ মানত করি যাতে আব্বার ফোন টা ঠিক হয়ে যায়।ফোনটা টেবিলের উপর রেখে ঘর থেকে বাইড়ে এসে বসে থাকি,যেন আমাকে কেউ সন্দেহ না করে.২ ঘন্টা পর ঘরে গিয়ে দেখি বাবা ফোনে কারো সাথে কথা বলছেন আমি যেন হাফ ছেরে বাঁচি।
৪. ২০১০ সালের কথা আমার কাজিন আমাকে একটা ফোন গিফট দেয় কারন আমি তখন নতুন কলেজে ভর্তি হয়েছি ফোন প্রয়োজন।তখন আমাদের কলেজে ছেলে মেয়েরা যার কাছেই ফোন আছে সবাই কানে হেডফোন লাগিয়ে ভাব নেয় তো তাদের দেখা দেখি আমিও সেই দলে ভিরে গেলাম।তো একদিন কলেজ শেষে বাসায় ফিরছি বাসে বসেছি একই বাসে কলেজের অনেক ছাত্র উঠেছে।আমি তখনকার একটা ট্রেন্ডি হিন্দি গান মাই নেম ইজ শিলা প্লে করে কানে হেডফোন লাগিয়ে শুনছি।আমার আসে পাশের সিটে যারা বসেছে সবাই আমার দিকে তাকাচ্ছে।আমার ফোনটা ছিল টাচ ফোন তো আমি সেটা নাড়িয়ে ঘুরিয়ে ভাব দেখাচ্ছি।আমার বান্ধবি আমাকে বললো বোকা ভাব কম নে গান তোর হেডফোনে না ফোনে বাজছে,মানে হেডফোন প্লাগ ইন হয় নি,আমি বুঝতে পারিনি।আর শিলা গানটা যারা শুনেছেন তারা যানেন কথাগুলোর মানে কি।সামনে তাকিয়ে দেখি ছেলেরা আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে।আমিতো লজ্জায় পুরো লাল.
No comments