সরকারি কর্মচারিদের অফিস অনুমতি নিয়ে লেখাপড়া চালিয়ে নেয়ার আবেদন পত্র নমুনা:
যুগ্মসচিব (প্রশাসন-১)
------- মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিষয়: ডিগ্রি/অনার্স কোর্স এ ভর্তি হওয়ার অনুমতি প্রদানের
জন্য আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী
----- মন্ত্রণালয়ে/অধিদপ্তরে অফিস সহায়ক পদে কর্মরত
আছি। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি/অনার্স
কোর্স এ ভর্তি হতে ইচ্ছুক। এমতাবস্থায় আপনার অনুমতি একান্তভাবে প্রয়োজন। উল্লেখ্য,
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি বা অনার্স কোর্স এ ক্লাস করার প্রয়োজন হয় না
। তাই আমার লেখাপড়া চালিয়ে নিতে দাপ্তরিক কাজের কোন সমস্যা হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমাকে ডিগ্রি/অনার্স কোর্স এ ভর্তি হওয়ার
অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
তারিখ: 0২-0৩-2022খ্রি: আপনার একান্ত অনুগত
মোঃ মমিনুল ইসলাম
অফিস সহায়ক
বাণিজ্য
মন্ত্রণালয়
No comments