দেশাত্মক বোধক গান/ গানের গীতিকার ও সুরকার
দেশাত্মক
বোধক গান গীতিকার ও সুরকারদের
নাম:
১> এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে মুক্তির সংগ্রাম – গীতি + সুর = খান আতাউর রহমান
২> সোনা সোনা লোকে
বলে সোনা, সোনা নয় তত খটিঁ – গীতি+সুর = আব্দুল লতিফ
৩> আমি বাংলায় গান
গাই = গীতিকার +সুরকার = প্রতুল মুখোপাধ্যায়
৪>সূর্যোদয়ে তুমি
সূর্যস্তেও তুমি ও আমার – মনিরুজ্জামান ও আলাউদ্দিন আলী।
৫> একত্তরের মা জননী
কোথায় তোমার মুক্তিসেনার দল? – গীতি+সুর – আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৬> সেই রেল লাইনের
ধারে মেঠো পথটার পাড়ে – গীতি – রফিকুজ্জামান, সুরকার = আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৭> একতারা তুই দেশের
কথা বলরে এবার বল/ একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয় /জয় বাংলা বাংলার জয় – গাজী মাজহারুল আনোয়ার সুরকার- আনোয়ার পারভেজ।
৮> - সবকটা জানালা
খুলে দাও না – নজরুল ইসলাম বাবু,আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৯> একসাগর রক্তের
বিনিময়ে/, মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করি –গীতিকার গোবিন্দ হালদার, সুরকার -আপেল
মাহমুদ।
১০> তীর হারা এই
ঢেউয়ের সাগর পাড়ি দেব রে –গীতি+সুর = আপেল মাহমুদ।
১১> পূর্ব দিগন্তে
সূর্য উঠেছে – গীতিকার –গোবিন্দ হালদার, সুরকার – সমর দাস।
১২> নোঙ্গল তোল তোল
সময় যে হলো হলো – গীতিকার –নঈম গহর, সুরকার – সমর দাস।
১৩> এই পদ্মা এই
মেঘনা = গীতি + সুর = আবু জাফর
১৪> যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না – গীতিকার
+ সুরকার = হাসান মতিউর রহমান।
১৫<> ধন ধান্যে
পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা – দ্বিজেন্দ্রলাল রায়।
১৬> সালাম সালাম
হাজার সালাম – গীতি ফজলে খোদা +সুর = ফজলে রাব্বি।
১৭> যে মাটির বুকে
ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা – নাসিম খান , সেলিম আশরাফ
১৮> প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ – গীতিকার মনিরুজ্জামান মনির,
সুরকার আলাউদ্দিন আলী
১৯> শোন একটি মুজিবরের
থেকে – গৌরিপ্রসন্ন মজুমদার, অংশুমান রায়।
২০> মা গো ভাবনা
কেন? গৌরি প্রসন্ন মজুমদার সমর দাস।
২১ আমার ভাইয়ের রক্তে
রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আব্দুল গাফফার চৌধুরী
আলতাফ মাহমুদ্।
২২. এই পদ্মা এই মেঘনা
এই যমুনা সুরমা নদীর তটে --- গীতিকার ও সুরকার আবু জাফর।
২৩.মোরা একটি ফুলকে
বাঁচাবো বলে যুদ্ধ করি – গোবিন্দ হালদার আপেল মাহমুদ।
২৪. সোনা সোনা লোকে
বলে সোনা --- গীতিকার ও সুরকার – আব্দুল লতিফ।
২৫.জয় বাংলা বাংলার
জয় – গাজী মাজহারুল আনোয়ার ও আনোয়ার পারভেজ।
২৬. এক নদী রক্ত পেরিয়ে
– গীতি সুর – খান আতাউর রহমান, কণ্ঠ – শাহনাজ রহমতুল্লাহ
২৭. একতারা তুই দেশের
কথা বলরে এবার বল, একবার যেতে দে না আমার –
গাজী মাজহারুল সুর : আনোয়ার পারভেজ
২৮.একাত্তরের মা জননী
কোথায় তোমার – কথা সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল।
২৯. ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকায় মাথা - রবীন্দ্রনাথ ঠাকুর।
৩০.
No comments