বিভিন্ন পত্রিকায় আজকের সংবাদ ২২.০৯.২০২১
১..বাাংলাদেশ প্রতিদি:
ক) স্বাভাবিক ছন্দে জনজীবন।
খ) এসডিজি পুরষ্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ) কানাডায় তৃতীয় বারের মত ক্ষমতায় জাস্ট্রিন ট্রুডো।
ঘ) ৮১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলা
২.. দেশ রুপান্তর:
ক. এই মাসের শেষও বিমানবন্দরে আরটি-পিসিআর বসা নিয়ে সন্দেহ।
খ. ১৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে মানাফা কমবে।
গ. ত হাজার টেকনোলজিস্ট এর বিতর্কিত নিয়োগ বাতিল।
ঘ.টিকা প্রয়োগে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হবে।
ঙ.পায়রা সেতুতে ফেরি ভাড়ার চেয়ে সেতুর টোল তিনগুণ বেশি।
৩. প্রথম আলো:
ক. লিঙ্গসমতার জন্য নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর।
খ. শেষ ওভারে নাটকীয়ভাবে জিতল মোস্তাফিজের রাজস্থান।
৪. দৈনিক নয়া দিগন্ত:
ক. আফগানিস্তানে নারীদের শিক্ষা বঞ্চিত করা অনৈসলামিক হতে পারে।
খ. সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসঙ্ঘকে চিঠি দিল তালেবান
গ.১৬০ ইউপিতে ভোট পড়েছে ৬৯ ভাগ: দাবি ইসির।
৫. দৈনিক ইনকিলাব:
ক. ফের রিমান্ডে ইভ্যালির রাসেল।
খ. পিছিয়ে পড়া জনগোষ্ঠি চাকরি বঞ্চিত।
গ. তেল চিনির দাম বাড়ছেই।
ঘ. শিকলে বাঁধা কলেজ পড়ুয়া আগুনে পুড়ে ছাই।
6. The Daily Star
a. They tried to kill Sinha labeling him as a robber.
b.Moner School gets global recognition:
co-founder Faizah wins Gates foundation's award.
c. রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় মই দিয়ে উঠে সেতু পারাপার
No comments