Header Ads

Header ADS

আলোকিতো জ্ঞানী ২০২১ গ্র্যান্ড ফিনালে।

 ঝটপট প্রশ্ন

প্রতিযোগীর নামঃ আব্দুল্লাহ আহমাদ. কুমিল্লা থেকে.. 

১.কোরআনের প্রদীপ কোন সূরা--সূরা মূলক।

২.কোন সাহাবা রাসূল স: এর দোভাষী হিসেবে কাজ করতেন--যায়িদ বিন সাবিত।

৩.হাদিসে জিব্রাইল অনুযায়ী ঈমানের মৌলিক বিষয় কয়টি? -৬ টি।

৪.কোন আমল নিকৃষ্ট মৃত্যু রোধ করে? - দান-সাদাকা।

৫.লাহোর প্রস্তাব কতসালে উত্থাপিত হয় ?-- ১৯৪০ সালে।

৬.সম্প্রতি ইতালীয় ভাষায় সহীহ বুখারী শরীফের অনুবাদ করেন কে? -শায়খা সাবরিনা।

৭. মুসলিম নিউটন বলা হয় কোন বিজ্ঞানীকে ? আল খাওয়ারিজমী কে।

৮.সন্তানকে প্রথমে কিসের শিক্ষা দিতে হয়? তাওহীদের।

প্রতিযোগীর নামঃ মাহমুদুল হাসান , সুনামগঞ্জ থেকে...

অ. তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম কি? - সিয়াম রাখা।

আ. কোন সাহাবী আয়েশা রা. এর বিবাহ পড়ান? আবু বকর সিদ্দিক রা.

ই. কারা পূন্যবান ফেরেশতাদের সাথে থাকবেন? কুরআনে অভিজ্ঞ ব্যক্তিগণ।

ঈ. আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে ? স্যার সৈয়দ আহমদ খান।

উ. হাক্বুল ইবাদের ক্ষেতে তওবা কবুলের শর্ত কয়টি?  - ৪টি।

ঊ.কাকে ভুগোলবিদদের জনক বলা হয়? ইবনে খুরদাদবীহ কে।

ঋ.রাসুল সা. এর শেষ অসিয়ত কি ছিল? উঃ সালাত ও দাস-দাসীদের অধিকার।

এ. ওয়ামীর সদর দপ্তর কোথায়? -রিয়াদ, সৌদি আরব ।

আনোয়ার শাহঃ

১. কোন সুরা সুরাতুল ইবাদাহ নামে পরিচিত? - সুরা আল কাফিরুন।

২.ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা কি? - লা- ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সর্বনিম্ন শাখা - রাস্তা থেকে কষ্ট-দায়ক বস্তু সরিয়ে দেয়া।

৩.বান্দার কোন আমলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন? তাওবাহ করা । 

৪.ইবনে বতুতা কত বছর ধরে পৃথিবী ভ্রমন করেন? ২৫ বছর।

৫.সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী কে ? হাজ্জা আল মানসুরী।

৬. রাসুল সা. মোট কতবার ওমরাহ করেছেন? ৪ বার।

৭.আরবলীগের সদর দপ্তর কোথায়? কায়রো, মিশর।

৮.কোন হাদিস কে হাদিসে সাদাকাহ বলা হয়েছে? কসর সালাত।

প্রতিযোগীর নামঃ আবু বকর , ভোল জেলা থেকে...

অ. কি আমল করলে জান্নাতে গাছ তৈরি হয়? সুবহান আল্লাহ  বললে।

আ.সুরাতুল হুজ্জাহ বলা হয় কোন সুরাকে? সুরা আনআম কে।

ই. বছরে কয়দিন রোজা রাখা  হারাম।৫ দিন। 

ঈ. বাদশাহ নাজ্জাশী কত হিজরীতে মৃত্যুবরণ করেন? ৯ম হিজরীতে।

উ. হুসাইন ইব্রাহীম ত্বহা ওআইসির কততম মহাসচিব? ১২ তম।

ঊ. সিকান্দার শাহ কত বছর বাংলা শাসন করেন? ৩৩ বছর।

ঋ. পানি উত্তোলন যন্ত্র আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী? -আবুল ইজ্জ বিন ইনমাইল।

এ.ঈদের দিন সাহাবায়ে কেরামগন একে অপরকে কি বলে   সম্বোধন করতেন? - তাকাব্বাল্লাল্লাহু মিন্না ওয়া মিন কুম।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.