Alokito Geani Season 7 । আলোকিতো জ্ঞানী ৭ম আসর
অতিথি পর্ব ঃ আজকের অতিথি ড. মোঃ ইবরাহীম
প্র্রথম প্রশ্নঃ নিশ্চয় আল্লাহ তা'আলার নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম - পবিত্র কুরআনের কোন সুরায় বলা হয়েছে ?
উঃ সুরা বাকারা, আয়াত ২৫৫।
দ্বিতীয় প্রশ্নঃ কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তায়ালা বলেছেন যে, তিনি ইহুদী ও ছিলেন না নাসারা ও ছিলেন না । বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম।
উঃ ইবরাহীম (আ) এর ক্ষেত্রে।
তৃতীয় প্রশ্নঃ হুদহুদ পাখি সুলায়মান (আ) কোন কোন কাজে সহায়তা করতো?
উঃ চিঠি বহনের কাজে।
চতুর্থ প্রশ্নঃ আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌছে দাও" হাদিসটির বর্ণনাকারি কে?
উঃআবদুল্লাহ বিন আমর।
পঞ্চম প্রশ্নঃ হাদিস অনুসারে কোন জিনিস অন্তরে কপটতা সৃষ্টি করে, যেভাবে পানি শষ্য উৎপাদন করে?
উঃ গান-বাজনা।
জ্যাকপট প্রশ্নঃ রমজানে দান করাকে রাসুল সঃ কিসের সাথে তুলনা করেছেন?
No comments