Header Ads

Header ADS

৪১ তম বিসিএস এর প্রশ্ন সমাধান ২০২১। 41th BCS exam question solution 2021

 ১. মুক্তিযুদ্ধের নাটক------- কী চাহ হে শঙ্খচীল ।

২. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস--------- নাঢ়াই ।

৩.সোমত্ত শব্দটির উৎপত্তি -- ----- সমর্থ শব্দ থেকে ।

৪. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে----- অক্ষর ।

৫. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত----- কুষ্টিয়ার কুমারখালী থেকে ।

৬.জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে------- শ্র্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে ।

৭.চর্যাপদের টীকাকারের নাম ----মুনিদত্ত ।

৮.অপিনিহিতির উদাহরণ----- আজি> আইজ ।

৯. ডিঙি টেনে বের করতে হবে---- ভাব বাচ্য ।

১০. উপমান কর্মধারয় সমাস----- শশব্যস্ত ।

১১.অভাব অর্থে উপসর্গ---- আলুনি ।

১২.বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন---- রামচন্দ্র বিদ্যাবগীশ ।

১৩.কুসীদজীবী বলতে বুঝায় ---- সুদখোরকে ।

১৪.শুদ্ধ বানান----- স্বত্ব ।

১৫.ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই --- বাক্যতত্ত্ব।

১৬.শুদ্ধ বানান --- মনঃকষ্ট ।

১৭."বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন" এর পরোক্ষ বাক্য -- বাবা ছেলেকে বললেন যে, 'তুমি দীর্ঘজীবী হও' ।

১৮.'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো' -- নির্দেশাত্মক বাক্য ।

১৯.প্রচুর+য = প্রাচুর্য , তদ্বিত প্রত্যয়।

২০.ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপকে বলে --- ফলা ।

২১.পাঁচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি --- দাশরথি রায়।

২২.চারণকবি হিসেবে বিখ্যাত --- মুকুন্দদাস।

২৩.বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত-- সমরেশ বসু।

২৪.পরানের গহীন ভিতর কাব্যের কবি --- সৈয়দ সামসুল হক।

২৫.ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ -- লিখেছেন -- ক্লিন্টন বি সিলি।

২৬.ভাষা আন্দোলন নিয়ে  লেখা কবিতা---- স্মৃতিস্তম্ভ

২৭.রবীন্দ্রনাথ ঠাকুরের "নষ্টনীড়" গল্পের একটি বিখ্যাত চরিত্র---- চারুলতা।

২৮.বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি--- রবীন্দ্রনাথের "চোখের বালি"।

২৯.জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস--- গঙ্গা

৩০।সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান-- সৈয়দ শামসুল হক।

৩১।  সবকিছু নষ্টদের অধিকারে যাবে - গ্রন্থের লেখক--- হুমায়ুন আজাদ।

৩২।. ১৯৭১  সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্র্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেন---- বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

৩৩। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভুমিকায় লেখা উপন্যাস কোনটি? -চিলে কোঠার সেপাই।

৩৪।কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ  ওপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন  গ্রন্থ প্রথম বাজেয়াপ্ত করে---  যুগবাণী

৩৫।তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয়----উপন্যাসটির নাম  "১৯৭১"

৩৬।One whose attitude is "eat ,drink and be merry" is --- epicurean.

37. 'Call me if you have any problem regarding your work'. Here 'regarding' is a preposition.

38.Come on, it's time to go home. Here home is an adverb.

39.Who is that. Here 'that' is a proposition. 

40.What is the noun form of 'know'----knowledge.

41.I shall help you provided you obey me.Here underlined word is a conjunction.

42.Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare. 

Here arrived is an intransitive verb

43.Common Gender is -- Sovereign.

44.Can be used as Both Singular and plural--- Fish.

45.The old man was tired of walking. Here walking is a gerund.

46.I will not let you go. In this sentence go is an infinitive.

47.When Ushashi entered -- the room everybody stopped talking. No preposition required.

48.Which "but " is a preposition? - What can we do but sit and wait.

49.Give somebody a piece of your mind. Means to -- Tell someone that  you are very angry with them.

50.To win a prize is my ambition. The underlined part of the sentence is a noun.

51.Choose meaning opposite to the meaning to 'terse'---- detailed.

52.Identify the correct spelling--- questionnaire. 

53.Correct passive form of " Who taught you French?" -- By whom were you taught French?

54.Select the correct comparative form of the sentence A string of pearl was not so bright as her teeth.= Her teeth were brighter than a string of  pearl.

55.Which one is a correct sentence?- The doctor took my pulse.

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.