এক কথায় প্রকাশ / One word substitute.
১.আকাশ ও পৃথিবী- ক্রন্দসী।
২.উড়ন্ত পাখির ঝাক- বলাকা ।
৩. অর্থহীন উক্তি- প্রলাপ।
৪. যুদ্ধ হতে পলায়ন করে যে সৈ্ন্য- সংসপ্তক।
৫. কথায় পটু - বাগীশ
৬. কাঁচের তৈরি ঘর -- শিশমহল
৭. মেঘের ধ্বনি -জিমূতমন্ত্র।
৮. বিশেষভাবে দর্শন - বীক্ষণ
৯. বেলাভুমিকে অতিক্রম - উদ্বেল
১০.মরণের জন্য অনশন- প্রয়োপবেশন
১১. ভোরে গাওয়ার উপযুক্ত গান - ভোরাই।
১৩. বীজবপনের উপযুক্ত সময় - জো।
১৪. গমন করতে পারে যে -জঙ্গম।
১৫.তিনভাগের এক ভাগ - তেহাই
১৬. নাটকের পাত্র পাত্রী - কুশীলব
১৭. ধুলাম মত রং যার -পাংশুল
১৮.বৃষ্টির জল - শীকর
১৯. ফিটফাট গোছের তরুন যুবক-ফটিকচাঁদ।
২০.জন্ম নেই যার -=অজ
২১. ভেতরে প্রবেশ - সন্নিবেশ
২২. সিংহের ধ্বনি -নাদ
২৩. হস্তী ,পদাতিক, অশ্ব রথের ব্যবহার - চতুরঙ্গ
২৪.পদ্মের ডাটা্- মৃণাল
২৫.পেতে ইচ্ছা -ইপ্সা
২৬.যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না - চাতক
২৭.হাতির পিঠে আরোহীর স্থান - হাওদা
২৮. পিতার ভগিনী -=পিতৃষসা
২৯. ্ন্যায়শাস্ত্রে পণ্ডিত যিনি -নৈয়ায়িক
৩০.দান করার ইচ্ছা -দিৎসা
৩১.দান করে যে কেড়ে নেয় -দত্তাপহারী
৩২.কুরুর পুত্র -কৌরব
৩৩.অব্যক্ত মধুর ধ্বনি - কলতান
৩৪.সুদে টাকা খাটানো - তেজারতি
৩৫.যার বাসস্থান নেই- অনিকেতন
৩৬.হত্যা করে যে -=হন্তারক
৩৭.হাতি বাধার রজ্জু -আন্দু
৩৮.স্বর্গের গঙ্গা -মন্দাকিনী
৩৯.ষাঁড়ের চেহারা তুল্য -ষণ্ডামার্কা
৪০.যা গমন করে না - নগ
৪১.শক্তির উপাসনা করে - শাক্ত
৪২. যে স্ত্রীর বশীভুত -স্ত্রৈণ
৪৩. যা উচ্চারণ করা কষ্টকার - দুরুচ্চার্য
৪৪.মাতার টাক - খলতি
৪৫.পূর্ণিমার চাঁদ -রাকা।
৪৬.ফিকে কমলা রঙ -বাসন্তী
৪৭. পায়ে হাঁটা -পদব্রজ
৪৮.পাখির ডানা ঝাপটা -পাখসাট
৪৯.নিবেদন করা হয় যা -নৈবদ্য
৫০.নির্ভুল মুনিবাক্য -আপ্তবাক্য
৫১.দু্গ্ধবতী গাভী- পয়স্বিনী
৫২.দুই নদীর মধ্যবতী স্থান - দোয়াব
৫৩.বৃক্ষের নতুন শাখা/পাতা -কিশলয়
৫৪.বছরের শেষ আয় ব্যয়ের প্রতিবেদন - সালতামামী
55.নৌকা দ্বারা জীবন নির্বাহ করেন যিনি - নাবিক
৫৬.অধ্যয়ন করা হয়েছে যা - অধীত
৫৭.মৃতের মত অবস্থা -মুমূর্ষু
৫৮.যা চিন্তা করা যায় না - অচিন্ত্য/ অচিন্তনীয়
৫৯.যা দমন কর যায় না - অদম্য
৬০. যা দমন করা কষ্টকর -দুর্দমনীয়
৬১. যা নিবারণ করা কষ্টকর -দুর্নিবার
৬২.যা সাধারণের মধ্যে দেখা যায় না = অনন্যসাধারণ
৬৩.যা বার বার দুলছে -দুদুল্যমান
৬৪.যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্নলব্ধ।
৬৫.যে ভবিষ্যত না ভেবেই কাজ করে -অবিমৃষ্যকারী
যে ভবিষ্যতের চিন্তা করে না- অপরিনামদর্শী
৬৬.যে মেয়ের বিয়ে হয়নি - অনুঢ়া
৬৭. যে মেয়ের স্বামী ও সন্তান নেই- অবীরা
৬৮. যে শুনেই মনে রাখতে পারে -শ্রুতিধর
৬৯. শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা
৭০.পত্নী সহ বর্তমান- সপত্নীক
অক্ষি পত্রের লোম -অক্ষিপক্ষ্ম
অক্ষির সম্মুখে -প্রত্যক্ষ
অক্ষির অগোচরে- পরোক্ষ
অক্ষির সমীপে -সমক্ষ
অগ্রহায়ণ মাসে কুমারীদের সন্ধ্যাকালীন ব্রত- সেঁজুতি
No comments