বানিজ্যমন্ত্রনালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান .MINCOM Exam 07.02.2020
বানিজ্যমন্ত্রনালয়ের
অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান
১।অর্থ সহ বাক্য রচনা
করুনঃ
গদাই লস্করি চাল,(অলস)
ভূষণ্ডির কাক,(দীর্ঘজীবী)
নেই আঁকড়া (একগুঁয়ে )
২.সন্ধি বিচ্ছেদঃ
বৃহস্পতি= বৃহৎ + পতি
গবেষণা= গো + এষণা
৩.এক কথায় প্রকাশঃ
মৃতের মত অবস্থা যার=
মুমূর্ষু
ভবিষ্যৎ না ভেবে যে কাজ করে= অবিমৃষ্যকারী
যে বিষয়ে কোন বিতর্ক
নেই- অবিসংবাদিত
৪. ওষ্ঠ ধ্বনি কয়টি ও
কিকি?
৫.Write the meaning of Idioms and Phrase and make sentence
Dead against –(ঘোর
বিরোধী )Kamal is dead against of dowry.
Fool’s
paradise- (বোকার
স্বর্গ )He lives in fool's paradise.
go
hand in hand- (সামনে এগিয়ে যাওয়া )To be united we should go hand in hand .
cats
and dogs- (মুসল ধারে )It has been raining cats and dogs.
Book
– worm- (বইয়ের পোকা )Jara is a book worm.
6. Translation
সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হচ্ছে।
It
has been raining cats and dog in the morning.
পৃথিবী স্থির নয়.
The earth is
not fixed.
প্রত্যেক মা তাঁর
সন্তানকে ভালবাসে।
Every
mother loves her child.
সে একটি ভেড়া কিনেছে।
He
has bought a ram/ship.
আমার একটি কুকুর ছিল।
I
had a dog.
৬.শুদ্ধকরে লিখুনঃ
milenium, = Millennium
Comite, = committee
Rutin, = Routine
Speling = Spelling
laftanant,= Lieutenant
7.চিনির দাম ৫০ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা হলে শত করা
কত লাভ হবে?
লাভ= ৫৫-৫০= ৫ টাকা
৫০ টাকায় লাভ = ৫ টাকা
১ টাকায় লাভ = ৫/৫০
১০০ টাকায় লাভ =৫/৫০*১০০ টাকা
অতএব ১০% লাভ
৮. উৎপাদকে বিশ্লেষন কর: x^3 – x – 6
x.x^2- x - 6
x.x^2-3x + 2x -6
x.x(x-3) + 2(x-3)
(x^2+2)(x-3) ans.
9. সংজ্ঞা লিখুনঃ
সমকোনী ত্রিভুজ= যে ত্রিভুজের একটি কোন সমকোণ
তাকে সমকোণী ত্রিভুজ বলে,
রম্বস= যে চতুর্ভুজের চারটি বাহু সমাণ কিন্তু
কোন কোণ ই সমকোণ নয় তাকে রম্বস বলে।
১০. পার্থক্য লিখুনঃ
বর্গ
ক্ষেত্র ও আয়তক্ষেত।
উঃ বর্গক্ষেত্রের চারটি বাহু সমান কিন্ত
আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু* বাহু কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য * প্রস্থ।
১১.বিপরীত শব্দঃ
অনুরক্ত- বিরক্ত
খাতক-
মহাজন
ভূত –
ভবিষ্যৎ
No comments