প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৯/প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ এর সিলেবাস
প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2020 এর সিলে্বাস
বাংলা ২০ নম্বরইংরেজী ২০ নম্বর
গণিত ২০ নম্বর
সাধারণ জ্ঞান ২০ নম্বর
মৌখিক ২০ নম্বর
মোট ১০০ নম্বর
বাংলা
১.ব্যাকরণ ২.সাহিত্য
ভাষা, বর্ণ,ধ্বনি, লিঙ্গ ও বচন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ (প্রাচীন, মধ্য, আধুনিক যুগ)
বাংলা ভাষার শব্দাবলী, সন্ধি, সাহিত্য কর্ম ও রচয়িতা,
পদ প্রকরণ, কারক ও বিভক্তি, বিখ্যাত সাহিত্য কর্মের চরিত্র এবং উপজীব্য,
সমাস , প্রত্যয়, শুদ্ধিকরণ্, পঙক্তি ও উদ্ধৃতি,
সমার্থক শব্দ ,বিপরীত শব্দ ছদ্মনাম ,উপাধি ও প্রবর্তক,
এককথায় প্রকাশ, বাগধারা ও প্রবাদ প্রবচন পত্রিকা ও সাময়িকী,
English
Grammar Literature
Parts of speech, Poets , poetic speech, Literary periods, Works of poets,
Number Literary name of poets
Gender
Article,
Tense,
sentence
Degree
Voice change
Narration\
Fill in the blanks
Correct Spelling
Correction
Synonyms
Antonym
phrase ,idioms, word meaning
Translation
গণিত
লসাগু গসাগু , ভগ্নাংশ, সরল, অনুপাত মিশ্রণ, গড়, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব ,সুদকাষা, ক্ষেত্রফল,পরিমাপ,ধারা
বীজগনিতীয় গুন, ভাগ, সুত্রাবলীর প্রয়োগ, সুচক,লগারিদম,সেট, সমীকরণ্, উৎপাদক,
জ্যামিতি- ত্রিভুজ, চতুর্ভুজ, ও জ্যামিতিক টার্ম
সাধারন জ্ঞান
১। সাধারন বিজ্ঞান
২।বাংলাদেশ বিষয়াবলী
৩।আন্তর্জাতীক বিষয়াবলী
৪।সাম্প্রতীক তথ্যাবলী
No comments