Header Ads

Header ADS

ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি

ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি

১.ধ্বনি তত্ব /Phonology
২.শব্দবা রূপ তত্ব / Morphology
৩.বাক্যতত্ব  বা পদক্রম /Syntax
৪. অর্থতত্ব / Semantics

অভিধান......... ( Lexicography).....

১.ধ্বনি তত্বে -------------- সন্ধি ,ণত্ব/ ষত্ব বিধি ,  ধ্বনি ও বর্ণের বিভিন্ন দিক।

২.শব্দ বা রূপ তত্বে -------- সমাস , কারক - বিভক্তি,বচন, বাচ্য, উপসর্গ- অনুসর্গ, প্রত্যয় , পুরুষ ।

৩.বাক্যতত্ব  বা পদক্রমে -- ছেদচিহ্ন ,পদের স্থান ও পরিবর্তন, বাক্যের গঠন প্রনালী।

৪. অর্থতত্বে---------------- শব্দ ও বাক্যের বিচার, মুখ্যার্থ, গৌনার্থ, বিপরীতার্থ

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.