Header Ads

Header ADS

পঞ্চদশ শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়-২) এর প্রশ্ন সমাধান

১.ভাষার মূল উপাদান?                                                                                 set code ..1
- ধ্বনি
২.কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
- তৎসম শব্দবহুল
৩.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
- সেমিকোলন
৪.বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
-বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
৫.'তামার বিষ'- বাগধারাটির অর্থ কোনটি?
- অর্থের কুপ্রভাব
৬.'হাড়-হাভাতে'-বাগধারাটির অর্থ কি?
-হতভাগ্য
৭.নিচের কোণ বানানটি সঠিক?
-ভাগীরথী
৮.নিচের কোন বাক্যটি সঠিক?
-গোটা সাতেক আম এনো
৯.Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ কোনটি?
-মানুষ তার নিজ জীবনের স্থপতি
১০.In the good look- অর্থ কী?
-সুনজরে
১১.সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
-ধ্বনিতত্ত্বে
১২.প্রকিত বাংলা ব্যঞ্জনসন্ধি কোণ নিয়মে হয়ে থাকে?
-সমীভবন
১৩.খিলিপান (এর ভিতর) দিয়ে ওষুধ খাবে- কোন কারক?
-করণ কারক
১৪.অপ্রাণিবাচক শব্দের উত্তর-এ কোন বিভক্তি হবে?
-শূন্য
১৫.বিভক্তি যুক্ত শব্দকে কী বলে?
-পদ
১৬.কানে কানে যে কথা = কানাকানি --------------- এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস?
-ব্যতিহার বহুব্রীহি
১৭. কোনটি প্রাদি সমাসের উদাহারন?
-প্রগতি
১৮.কোনটি চাঁদের সমার্থক শব্দ?
-হিমাংশু
১৯.'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
-সাপ
২০.'খাতক' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
-মহাজন
২১.হনন করার ইচ্ছা------------ এর বাক্য সংকোচন কোনটি?
-জিঘাংসা
২২.যে মেয়ের বিয়ে হয় নি ------------ এর বাক্য সংকোচন কোনটি?
-অনূঢ়া
২৩.নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
-সারী
২৪.' ঠাকুর' শব্দের লিঙ্গান্তর কোনটি?
-ঠাকুরাইন
২৫.নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
-মস্যাধার
২৬.Rina proceeded as though she (know) everything.
-knew
27.We shall start the programme provided----
-circumstances favour us
২৮.' বাতিটি নিভাও' --------- Translate it.
-Put out the lamp
২৯.কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে
- The miser spend time in hoarding money.
৩০.The adjective form of 'include' is---------
-inclusive
৩১.Mr. Rohan is very friendly. Here 'friendly' is-------
-adverb
32. Walk fast lest the train (miss).
-would miss
33.It is high time we (give up) smoking.
-gave up
34.The old man was very weak. His health broke---------------- under the pressure of work.
-down
35.He made me--------------- the car
-drive
36.We should live------------- harmony-------------others.
-in , with
37.It is more than honesty.(Make it 'positive')
-Honesty is not as much as it
38.The unfed should be fed.(Active)
-We should feed the unfed
39. He was one of the worst men in the world.(Make positive)
-
40. Do or die.(Make it simple)
-Without doing you will die
41.Academic is similar to----------
-scholastic
42.What is the synonym of 'remarkable'
-Memorable
43.All his hops were----
-nipped in the bud
44.May Bangladesh prosper-------
-day by day
45.What an excellent idea! (Assertive)
-It is a very excellent idea
৪৬. Noun form of 'guilty' is-------
-guiltness
47.'Pros and cons' means----
-details
48. The girl water the plants. Here 'water' is---------
-Verb
৪৯.আমি তাকে উপহাস করিনি।
-I did not laugh at him
50.Unless you work hard, you will not succeed.(compound)
-Work hard or you will not succeed
৫১. 1 
52. 5
53.1
54.১২৫ টাকা
৫৫.C= p(1+rn)
56.28
57.45 degree
58.75 degree
59.
60.35 degree
61.(গ) ১।২ *কর্নদ্ব্যের গুনফল
৬২.ক) x+2
63.খ) x+y-1
64.ঘ) 3
65.4 দিনে
66. ঘ) ৯ 
৬৭.খ) ৩০০ টাকা
৬৮. ঘ) ৮২
৬৯.খ) ১৮০ ডিগ্রি
৭০. ক) 1/2 (a+b)h
৭১ .গ)12xy
৭২.খ) 0
৭৩. ঘ)১৪৪,২০৪
৭৪.ঘ) ৯০ degree
75.খ) ১৫ বর্গ সে.মি
৬.বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?
-মূসক ( মূল্য সংযোজন কর)
৭৭.শীত কালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা?
-দিনাজপুর
৭৮.২০১৮ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
-৭২ বছর
৭৯.স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন
-শেখ মুজিবুর রহমান
৮০.বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?
-১৯৭৪
৮১. ২০১৮ সালে ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত?
-১৩৬
৮২.আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়
-ওয়াশিংটন
৮৩.রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল  কে?
-মুং মই
৮৪.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত?
--বেলজিয়াম
৮৫. বাংলাদেশের কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র?
-- হালদা
৮৬. ২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
-- ইংল্যান্ড
৮৭.গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?
--৪ টি
৮৮.বঙ্গবন্ধূ স্যাটেলাইট ১ উৎক্ষেপণ করে কবে?
-১১ মে ২০১৮
৮৯. সংবিধানের ২৮ এর ২ অনুচ্ছেদের বিষয়বস্তু কি?
-- সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
৯০.প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী?
-- বরিশাল
৯১.WIMAX  এর পুর্ণরুপ কী?
-- Worldwide Interoperability for Microwave Access.
৯২. ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
--২০২০ সালে
৯৩.বাংলাদেশের সশস্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
--রাষ্ট্রপতি
৯৪.শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
--জুলিও কুরী পদক।
৯৫.মনপুরা ৭০ কী?
--একটি চিত্র শিল্প।
৯৬.কার্টাগোনা প্রটোকল হচ্ছে--
-- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
৯৭.জাতিসংঘ দিবস পালিত হয়--
--২৪ শে অক্টোবর
৯৮.ম্যাকমোহন লাইন--
--চীন ও ভারত এর সীমানা
৯৯.বাংলাদেশের জাতীয় খেলা--
--কাবাডি
১০০.কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রীক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করা হয়?
-- ডায়নামো

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.