Header Ads

Header ADS

চরফ্যাশন থানা/উপজেলার ইতিহাস

কিভাবে চরফ্যাশন নামটি এলো?
(১৮৮৫ --১৮৮৭)  বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট জে.এইচ ফ্যাশনের নামানুসারে নামকরণ করা হয়। বিভিন্ন জেলা থেকে দশটি শিক্ষিত পরিবার এবং ১০টি উখরাইট পরিবার এনে তিনি এখানে অভিবাসন গড়ে তোলেন। আজও প্রথম গড়ে ওঠা পল্লী দুটি 'ভদ্রপাড়া' ও 'উখরাইট পাড়া' নামে পরিচিত। আমিনাবাদ ও সুনামগঞ্জ ইউনিয়নের মাঝামাঝি স্থানে মুক্তিবাহিনীর ও পাকবাহিনীর মধ্যে এক যুদ্ধে ১১ জন মুক্তিযোদ্ধা হতাহত হয়।
 ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বসে এই উপজেলার ৫ লাখ লোক মারা যায়।
চরফ্যাশন উপজেলার থানা সংখ্যা ৪ টি - চরফ্যাশন, শশীভূষন, দক্ষিন আইচা, দুলার হাট।
ইউনিয়ন সংখ্যা -২১ টি       

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.