কাজী নজরুল ইসলাম
১. নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন।
২.বাংলা সাহিত্যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে খ্যাত।
৩.সকল প্রকার অন্যায় শাসন শোষণ বঞ্চনা ও অত্যাচারের প্রতিবাদ তাঁর কাব্যে উচ্চারিত হওয়ায় তিনি বিদ্রোহী কবি।
৪.নজরুল প্রথম ১৯২২ সালে কারাগারে যান।
৫.।ধূমকেতুর শারদীয় সংখ্যায় 'আনন্দময়ীর আগমন' এবং 'বিদ্রোহীর কৈফিয়ত' প্রকাশের জন্য প্রথমবার তিনি কারাবরন করেন
২.বাংলা সাহিত্যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে খ্যাত।
৩.সকল প্রকার অন্যায় শাসন শোষণ বঞ্চনা ও অত্যাচারের প্রতিবাদ তাঁর কাব্যে উচ্চারিত হওয়ায় তিনি বিদ্রোহী কবি।
৪.নজরুল প্রথম ১৯২২ সালে কারাগারে যান।
৫.।ধূমকেতুর শারদীয় সংখ্যায় 'আনন্দময়ীর আগমন' এবং 'বিদ্রোহীর কৈফিয়ত' প্রকাশের জন্য প্রথমবার তিনি কারাবরন করেন
No comments