বাংলার যতসব কুসংস্কার
বাংলার যতসব কুসংস্কার
১। জোড়া কলা খেলে জমজ সন্তান হয়।
২.রাতে নখ, চুল ,দাড়ি, গোফ কাটলে পরিবারের অমঙ্গল হয় বা দৃষ্টি শক্তি কমে যায়।
৩.বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে ফেললে সুন্দর দাঁত পাওয়া যায়।
৪.গলায় মাছের কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হয়।
৫.দোকানের প্রথম ক্রেতাকে ফেরত পাঠালে ঐ দিন ব্যবসা মন্দ যায়।
৬.পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেলে পরিক্ষায় গোল্লা পাওয়া যায়।
৭.এক গালে থাপ্পর মারলে বিয়ে হয় না।
৮.রাতের বেলা কাক ডাকলে বিপদের পূর্বাভাস- কাকটির ইনসমনিয়া আছে।
৯.খাওয়ার সময় হেচকি উঠলে কেউ তাকে স্মরন করছে।
১০.হাত থেকে প্লেট পড়া মানে মেহমান আসবে।
১১.ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে যাত্রা অসুভ হয়।
১২.ডান হাত চুলকালে টাকা আসবে।
১৩.কোথাও যাওয়ার সময় কালো বিড়াল রাস্তা কাটলে বিপদ হয়।
No comments