Header Ads

Header ADS

আঠারো বছর বয়স / সুকান্ত ভট্টাচার্য

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য     
আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি
আঠারো বছর বয়সেই অহঅহ
                                                            
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জানে রক্তদানের পুন্য
বাষ্পের বেগে স্টিমারের মত চলে,
প্রান দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্নাকে শপথের কোলাহলে।
আঠারো বছর বয়স ভয়ংকর
তাজা তাজা প্রানে অসহ্য যন্ত্রনা,
এ বয়সে প্রান তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রনা।
আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রান।
আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়সে কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।
তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।
এ বয়স জেনো ভীরু,কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো শংসয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

No comments

Theme images by Flashworks. Powered by Blogger.