Math definition /গণিতের সংজ্ঞা/মানসাঙ্ক
Math definition:
১.অংক কাকে বলে?২.অংক কয়টি?
উঃ ১০ টি।
৩.মৌলিক সংখ্যা কাকে বলে?
উঃ যে সংখ্যা ১ এবং অই সংখ্যা ছাড়া ভাগ করা যায়না তাকে মৌলিক সংখ্যা বলে।
৪. ১ কেমন সংখ্যা?
উঃ স্বাভাবিক সংখ্যা।
৫. ১০ টি মৌলিক সংখ্যা লিখ।
উঃ২,৫,৭,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৪১,৪৭
৬. মুলদ ও অমুলদ সংখ্যা কি?
উঃi.সকল মূলদ সংখ্যা ই মূলদ সংখ্যা
ii. সকল সসীম দশমিক সংখ্যা =৫.৩৪৫
iii. সকল অসীম আবৃত সংখ্যা
iv.সকল পৌন পৌনিক সংখ্যা
অমূলদঃ
i.মৌলিক সংখ্যার উপর রুট থাকলে
ii.অসীম দশমিক সংখ্যা
iii. r ও e অমূলদ সংখ্যা
৭.গুন্য= যে সংখ্যা কে গুন করা হয় তাকে গুন্য বলে।
৮.গুনক =যে সংখ্যা দ্বারা গুন করা হয় ।
৯. গুনফল = গুন্যকে গুনক দ্বারা গুন করে যে সংখ্যা পাওয়া যায় ।
১০.গুনের বিপরীত প্রক্রিয়া ---- ভাগ ।
১১.গুন কিসের সংক্ষিপ্ত রূপ---যোগের
১২.গুনফল = গুন্য *গুনক
১৩.যে সংখাকে ভাগ করা হয় তাকে --ভাজ্য বলে।
১৪.যে সংখ্যার দ্বারা ভাগ করা হয় তাকে -- ভাজক বলে ।
১৫.ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে --ভাগফল বলে।
১৬.যে প্রক্রিয়ার প্রথমে একটি র মান বের করে সমস্যার সমাধান করা হয় তাকে --ঐকিক নিয়িম বলে।
১৭. সকল অঙ্ক করা যায় ---অঙ্ক / সংখ্যা প্রতীকের সাহায্যে।
১৮.একাধিক সংখ্যার রাশি গঠন করা যায়--প্রক্রিয়া প্রতীকের সাহায্যে।
১৯.অজানা সংখ্যা নির্দেশ করতে ব্যবহার করা হয় অক্ষর /বিশেষ প্রতীক।
২০.গানিতিক হিসাব-নিকাশে ব্যবহৃত প্রতীক ই -- অঙ্ক
২১গানিতিক বাক্য হলো- সংখ্যা,প্রতীক ব, রাশি বা গানিতিক ধারনা সম্বলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।
২২.একটি বাক্য যখন সত্যি না মিথ্যা তা নির্নয় করা যায় না তখন তাকে খোলা বাক্য বলে।
২৩.গ.সা.গু. অর্থ --সাধারণ মৌলিক গুননীয়ক গুলোর গুনফল।।
২৪.গ.সা.গু. এর পুর্ণরুপ ---গরিষ্ঠ সাধারন গুননীয়ক
২৫.ল,সা,গু অর্থ --একের অধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুনিতক।
২৬.ল,সা,গু, এর পুর্ণরুপ -- লঘিষ্ঠ সাধারন গুনিতক।
২৭.গুননীয়কের অপর নাম --উৎপাদক।
২৮।একাধিক সংখ্যার সাধারন গুননীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে বলে--গ,সা,গু
২৯।যে সংখ্যার মাত্র দুইটি গুননীয়ক থাকে তাকে বলে--মৌলিক সংখ্যা
৩০।যে সংখস্যার দুইয়ের অধিক গুননীয়ক থাকে তাকে বলে--কৃত্রিম সংখ্যা
৩১।ভাগ প্রক্রিয়ায় গ,সা,গু নির্নয় করাকে বলে-- ইউক্লিডিয় প্রক্রিয়া
৩২.১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্যান্য গুননীয়ক গুলোকে উক্ত সংখ্যার সাধারণ গুননীয়ক বলে।
৩৩।মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকে --প্রকৃত ভগ্নাংশ।
৩৪।প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়-- প্রকৃত ভগ্নাংশ।
৩৫। ১ এর দুইটি মৌলিক গুননণীয়ক নেই । তাই ১ মৌলিক সংখ্যা নয়।
৩৬.ভগ্নাংশ - কোন বস্তু বা পরিমানের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেনি ব্যবহৃত হয়।
৩৭.প্রকৃত ভগ্নাংশ-- যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় ।
৩৮.মিশ্র ভগ্নাংশ-- পূর্ন সংখার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে
৩৯.সমতুল ভগ্নাংশ- একাধিক গগ্নাংশের মান সমান হলে
৪০.সমলব বিশিষ্ট ভগ্নাংশ-- একাধিক ভগ্নাংশের লব সমান হলে
৪১.প্রকৃত গগ্নাংশের মান---- ১ থেকে ছোট।
৪২.মিশ্র ভগ্নাংশের পুর্ন অংশকে --সমস্ত বলে।
No comments